Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ২৭, ২০২৪

শার্লক এবার ‘শেখর হোম’, মুক্তি পেল সৃজিত মুখার্জির নতুন ছবির টিজার

আরম্ভ ওয়েব ডেস্ক
শার্লক এবার ‘শেখর হোম’, মুক্তি পেল সৃজিত মুখার্জির নতুন ছবির টিজার

বাঙালির কাছে যদি জানতে চাওয়া হয় ,প্রিয় গোয়েন্দা চরিত্র কে? উত্তর আসবে হয় ফেলুদা, নয় ব্যোমকেশ। তবে ব্যোমকেশ যতটা বাঙালির ঘরের লোক, ফেলুদা যেন বেশ কিছুটা পাশ কাটিয়ে চলে।সে শরীর চর্চা করে, একসময় ক্রিকেট খেলেছে।বিয়ে থা না করলেও তাকে দেখে তীরবিদ্ধ পক্ষিণীর মতো ছটফট করবে যে কোনও বাঙালি তরুণী।তবে ফেলুদার শ্রষ্টা সত্যজিত রায় বাঙালির এই ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রটিকে সৃষ্টি করেছেন যাঁর অনুপ্রেরণায় তাঁর বাড়ি সোজা বিলেতে। ২২১ বি বেকার স্ট্রিট। সহকারি ডাঃ ওয়াটসন। যার বিরলকেশ মাথায় একটি ফরাসী টুপি ও মুখে পাইপ।নিশ্চয়ই নাম বলে দিতে হবে না তিনি কে? স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস।বা বলা ভালো ‘অপরাধবিজ্ঞানী শার্লক হোমস।যিনি গন্ধ শুঁকে বলে দিতে পারেন কোনো মানুষের গোঁফ আছে কিনা, কিংবা কারোর জুতোর তলা দেখে তার বর্তমান শারীরিক অক্ষমতা।

এহেন চরিত্রের ভারতীয়করণ করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।এর আগে ফেলুদাকে নিয়ে ছবি করলেও শার্লক হোমসকে নিয়ে প্রথম কাজ করলেন তিনি। তাঁর চরিত্রের নাম অবশ্য ‘শেখর হোম’। শনিবার মুক্তি পাওয়া টিজারে দেখা গেছে পাজলের মতো একটি একটি সিন জুড়ে তৈরি হচ্ছেন শেখর হোমের চরিত্রে কে কে মেনন।সৃজিত বলছেন,আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন?’
শার্লকের সহকারী ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে।ছবিতে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা কৌশিক সেন।এছাড়াও দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গাল, রণবীর সোরে, উষা উত্থুপ, মাধবেন্দ্র ঝা-দের দেখা যাবে সৃজিতের ‘শেখর হোম’-এ।

কে কে মেননের শার্লক অবতার দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। অনুরাগীরা জানিয়েছেন, তাঁরা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

তবে বিদেশি গোয়েন্দাদের ভারতীয়করণ এই প্রথম নয়, এর আগে , ষাটের দশকে কলকাতা ইন্ডাস্ট্রিতে ‘জিঘাঙ্সা’ ছবিটি তৈরি হয়েছিল আর্থার কোনান ডয়েলের শার্লক কাহিনি ‘দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিল’ -এর ছায়ায়।হালে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ আগাথা ক্রিস্টির মিস মার্পল চরিত্রটির বাঙালিকরণ করেছিলেন ‘রাঙা পিসি’, যিনি বাড়িতে বসে, বেড়ালদের প্রতিপালন করতে করতে খুনের রহস্যের কিনারা করে দেন নিমেষের মধ্যেই। নবতম সংযোজন সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেখর হোম’।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!