Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৯, ২০২২

‘‌দ্য কাশ্মীর ফাইলস’‌ প্রচারণামূলক ও কুরুচিপূর্ণ!‌ নাদাভ ল্যাপিডের পর সমালাচনা এবার শিবসেনা সাংসদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘‌দ্য কাশ্মীর ফাইলস’‌ প্রচারণামূলক ও কুরুচিপূর্ণ!‌ নাদাভ ল্যাপিডের পর সমালাচনা এবার শিবসেনা সাংসদের

‘‌দ্য কাশ্মীর ফাইলস’‌ সিনেমা নিয়ে বিতর্ক অব্যাহত। গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধান ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড ‘‌দ্য কাশ্মীর ফাইলস’‌কে  ‘‌প্রচারণামূলক’‌ এবং ‘কুরুচিপূর্ণ’‌ বলে অভিহিত করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার নাদাভ ল্যাপিডের সমর্থনে এগিয়ে এলেন শিবসেনা (ইউটি) সাংসদ সঞ্জয় রাউত। তিনিও বিবেক অগ্নিহোরির দ্য কাশ্মীর ফাইলকে ‘‌কুরুচিপূর্ণ’‌ এবং ‘‌প্রচারণামূলক’‌ বলে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি প্রচারের জন্য কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করার জন্য কেন্দ্র, চলচ্চিত্র নির্মাতাদের নিন্দা করেছেন
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘‌কাশ্মীর ফাইল সম্পর্কে এটা সত্য। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালায়। একটি দল এবং সরকার নিজেদের প্রচারে ব্যস্ত ছিল। কিন্তু কাশ্মীরে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে এই ছবির পর। কাশ্মীরের পণ্ডিত, নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।’‌ তিনি আরও বলেন, ‘‌এই কাশ্মীর ফাইলের লোকেরা তখন কোথায় ছিল? কাশ্মীরি পণ্ডিতদের সন্তানরাও আন্দোলন করছিল, তখন তারা কোথায় ছিল? তখন কেউ এগিয়ে আসেনি, কাশ্মীর ফাইল ২.‌০–এর পরিকল্পনাও ছিল না। এটিও তৈরি করুন।’‌
গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমার তালিকায় ‘‌দ্য কাশ্মীর ফাইল’‌ অন্তর্ভূক্ত ছিল। সিনেমাটি তালিকায় রাখার জন্য তীব্র নিন্দা করেন ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা এবং গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান নাদাভ ল্যাপিড। তিনি বলেন, ‘‌আমরা সবাই দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখে বিরক্ত এবং হতবাক হয়ে গিয়েছিলাম। এটি আমাদের কাছে একটি প্রচারণামূলক, কুরুচিপূর্ণ সিনেমার মতো মনে হয়েছি। যা এই ধরনের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের একটি শৈল্পিক, প্রতিযোগিতামূলক বিভাগের জন্য অনুপযুক্ত ছিল।’‌
ভারতে ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলন, নাদাভ ল্যাপিডকে একটি খোলা চিঠি লিখেছিলেন। ‘‌দ্য কাশ্মীর ফাইলস’‌ সিনেমাটির সমালোচনা করার জন্য তাঁকে নিন্দা করেছিলেন। নাওর গিলন টুইটারে খোলা চিঠি লিখেছেন, ‘‌কাশ্মীর ফাইলগুলির সমালোচনার পরে নাদাভ ল্যাপিডকে একটি খোলা চিঠি। এটি হিব্রু ভাষায় নয় কারণ আমি চেয়েছিলাম আমাদের ভারতীয় ভাই ও বোনেরা বুঝতে সক্ষম হবেন। এটি তুলনামূলকভাবে দীর্ঘ, তাই আমি আমি আপনাকে প্রথমে নীচের লাইন দেব। আপনার লজ্জিত হওয়া উচিত।’‌


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!