Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৮, ২০২৩

লভলিনাদের পর বিশ্বমঞ্চে এবার ভারতের সাফল্য ধরে রাখার দায়িত্ব শিবাদের হাতে

৩০ এপ্রিল উজবেকিস্তানের তাসখন্দে শুরু হচ্ছে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
লভলিনাদের পর বিশ্বমঞ্চে এবার ভারতের সাফল্য ধরে রাখার দায়িত্ব শিবাদের হাতে

নিখাত জারিন, লভলিনা বরগোহাইন, সুইটি বোরা ও নীতু ঘাঙ্ঘাসদের হাত ধরে অন্য উচ্চতায় পৌঁছে গেছে ভারতীয় বক্সিং। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশকে চার–চারটি সোনা এনে দিয়েছেন লভলিনারা। বিশ্বমঞ্চে এবার ভারতের সাফল্য ধরে রাখার দায়িত্ব শিবা থাপাদের হাতে। ৩০ এপ্রিল উজবেকিস্তানের তাসখন্দে শুরু হচ্ছে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। ১৩ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন ছ’‌বারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকজয়ী শিবা থাপা ও দীপক ভরিয়া।

এবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে যারা প্রতিনিধিত্ব করছেন ‌তাঁরা হলেন, গোবিন্দ সাহানি (৪৮ কেজি), দীপক ভোরিয়া (৫১ কেজি), শচীন সিওয়াচ (৫৪ কেজি), মোহাম্মদ হুসামুদ্দিন (৫৭ কেজি), বারিন্দর সিং (৬০ কেজি), শিবা থাপা (৬৩.৫ কেজি), আকাশ সাঙ্গোয়ান (৬৭ কেজি), নিশান্ত দেব (৭১ কেজি), সুমিত কুন্ডু (৭৫ কেজি), আশিস চৌধুরী (৮০ কেজি), হর্ষ চৌধুরী (৮৬ কেজি), নবীন কুমার (৯২ কেজি) এবং নরেন্দ্র বেরওয়াল (৯২+ কেজি)।

৩০ এপ্রিল উজবেকিস্তানের তাসখন্দে প্রতিযোগিতা শুরু হবে। চলবে ১৪ মে পর্যন্ত। ভারতীয় দল ১৭ এপ্রিল তাসখন্দের উদ্দেশ্যে রওনা হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দল একটা প্রশিক্ষণ শিবিরে অংশ নেবে। সাতটি অলিম্পিক ওজন বিভাগ যথাক্রমে ৫১,৫৭, ৬৩.৫, ৭১, ৮০, ৯২ এবং ৯২+ প্লাস কেজি বিভাগে দুজন করে বক্সার প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন।

শিবা থাপার ওপরে ভারতীয়দের প্রত্যাশা অনেক বেশি। ২০১৫ সালে কাতারের দোহাতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই ভারতীয় বক্সার। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে আরও একটা পদক তুলতে মরিয়া। ৬৩.৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবা। ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী দীপক ভোরিয়া ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০৪ টি দেশের প্রায় ৬৪০ জন বক্সার প্রতিদ্বন্দ্বিতা করছেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!