- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৫, ২০২৩
বিধানসভা নির্বাচনের আগে শিবরাজ সিং চৌহানের ঘোষণা, “৪৫০ টাকায় মিলবে রান্নার গ্যাস”

নির্বাচনের আগে আমাদের দেশের ও রাজ্যের সরকার উদার হয়ে যায়। লোকসভা নির্বাচন ২০২৪-এর কথা মাথায় রেখে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২০০ টাকা কমিয়ে দিয়েছেন। এবার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর এবং তার পরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং মুখ্যমন্ত্রী লাডলি বহেনা প্রকল্পে নাম নথিভুক্ত যে ব্যক্তিরা গৃহস্থালীতে ব্যবহার্য রান্নার গ্যাসের সিলিন্ডার কিনেছেন, তাঁরা সকলেই এই সরকারি ভর্তুকি পাবেন।
শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এখনও মুখ্যমন্ত্রী লাডলি বহেনা প্রকল্পের জন্য যারা নাম নথিভুক্ত করেননি, তাঁরা ব্লক স্তরের সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করিয়ে রাজ্য সরকারের ভর্তুকি পাবেন। প্রসঙ্গত, অগস্ট মাসেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে কমানোর কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদির সরকার। বিরোধীদের দাবি, পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট এবং আগামী বছরের লোকসভা ভোটকে নিশানা করেই এই পদক্ষেপ।
এদিকে শিবরাজ সিং চৌহানের সরকার জানিয়েছে, কেন্দ্রীয় ভর্তুকি যাঁরা পাবেন তাঁরাও রাজ্য সরকারের দেওয়া ভর্তুকির সুবিধা পাবেন, এর ফলে কোনও সমস্যা হবে না। এখন থেকে সবাই ৪৫০ টাকাতেই রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে পাবেন। আগামী নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে ভোটের অঙ্ক কষেই সে রাজ্যের বিজেপি সরকারের এই পদক্ষেপ বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। প্রসঙ্গত, গত এপ্রিলেই রাজস্থানের কংগ্রেস পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত দারিদ্রসীমার নীচে থাকা রাজ্যবাসীদের জন্য ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া শুরু করেছে।
পাঁচ রাজ্যের বিধানসভা এবং দেশের লোকসভা ভোট যত এগিয়ে আসবে ততই রাজ্যের ও কেন্দ্রের সরকারের জনমুখী প্রকল্প ও সাধারণ জনতাকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির স্রোত প্রবল ভাবে বইতে থাকবে। বাংলায় গত ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ওই নির্বাচনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। সেই সময় মামারাত এই প্রতিশ্রুতিকে “৪০০ টাকা ভিক্ষা” বলে কটাক্ষ করেছিল যে বিজেপি, সেই বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এখন বলছেন, “লোকসভা নির্বাচনে জিতলে বাংলার মা-বোনেদের ২ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। আসলে বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিতে দিতে হয়তো ভুলে গেছেন, লোকসভা নির্বাচনে রাজ্যের সরকার বদল হয় না আর লক্ষ্মীর ভান্ডার বাংলার নির্বাচিত তৃণমূল সরকারের প্রকল্প।
❤ Support Us