- দে । শ
- নভেম্বর ১৫, ২০২২
কেন্দ্রীয় প্রকল্পের তহবিল আটকে রাখায় কেন্দ্রকে আক্রমণ মমতা ব্যানার্জির

পণ্য ও পরিষেবা কর (জিএসটি)–এর কারণে বাংলার বকেয়া এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের তহবিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার আটকে রেখেছে। এমনই অভিযোগ করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ঝাড়গ্রামে একটা আদিবাসীদের অনুষ্ঠানে যোগদান করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ দিনের কাজের গ্যারান্টি স্কিমের তহবিল বাধ্যতামূলক৷ এক বছর আগে আমি প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে দেখা করেছিলাম৷ কিন্তু এখনও তহবিল পাইনি।’ এরপরই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কি আপনার পায়ে পড়ি না ভিক্ষা চাই? আপনাকে ১০০ দিনের প্রকল্পের জন্য আমাদের বকেয়া পরিশোধ করতে হবে, নইলে আপনার চেয়ার ছেড়ে দিন। আমাদের বকেয়া দিন। এটি আমাদের টাকা। অন্যথায় জিএসটি বাতিল করুন।’
মমতা ব্যানার্জি বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘তারা বাংলায় তহবিল বন্ধ করার হুমকি দেয়। আমরা জিএসটিও বন্ধ করতে পারি। আপনি এখানে ট্যাক্স সংগ্রহ করতে পারবেন না এবং আমাদের বৈধ বকেয়া আটকে রাখতে পারবেন না। আপনি বাংলার জনগণকে তাদের প্রাপ্য দিতে অস্বীকার করছেন।’ বিজেপিকে কটাক্ষ করে মমতা ব্যানার্জি বলেন, ‘আমরা কি গণতন্ত্রে বাস করছি? নাকি ভারত একটি একদলীয় দেশে পরিণত হয়েছে?’
এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠানে শ্রোতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মমতা ব্যানার্জি আদিবাসীদের রাস্তায় নামতে এবং তাদের ন্যায্য দাবি প্রত্যাখ্যান করা হলে এবং কেন্দ্র দ্বারা তাদের প্রাপ্য বকেয়া থাকলে ধর্নায় বসার আহ্বান জানান। তিনি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানানোর কথাও হলেন। প্রধানমন্ত্রী জন জাতীয় গৌরব দিবস ২০২২ উপলক্ষে আজ সকালে বিরসা মুন্ডাকেও শ্রদ্ধা জানিয়েছেন।
❤ Support Us