Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ১, ২০২২

কেকে’র মৃত্যুর পর নজরুল মঞ্চে বন্ধ হতে চলেছে সমস্ত কলেজ ফেস্ট !

কেকে-র কনসার্টে জনস্রোতের বাঁধ ভেঙেছিল।

আরম্ভ ওয়েব ডেস্ক
কেকে’র মৃত্যুর পর নজরুল মঞ্চে বন্ধ হতে চলেছে সমস্ত কলেজ ফেস্ট !

গতকাল নজরুল মঞ্চে কেকে-র কনসার্টে জনস্রোতের বাঁধ ভেঙেছিল। উৎসাহী জনতার ভিড় উপছে পড়েছিল মঞ্চ প্রাঙ্গনে। উৎফুল্ল জনতা নিরাপত্তার ঘোরটোপ ভেঙে পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করেছিলেন । সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল গতকাল । একথা স্বীকার করেছেন নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষী । অনুষ্ঠান শেষ হতেই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপরই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

এই ঘটনায় আয়োজকদের দিকে ইতিমধ্যেই অভিযোগের আঙুল উঠেছে। এমন পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য । নজরুল মঞ্চে বন্ধে হতে পারে কলেজ ফেস্ট। আগেই নাকি নজরুল মঞ্চে কলেজ পড়ুয়াদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছিল কেএমডিএ । এবার কেকে-র অকালপ্রয়াণ থেকে ‘শিক্ষা’ নিয়ে সে পথেই হাঁটতে চলেছে প্রশাসন। স্পষ্ট জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

তিনি বলেন, ‘কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে কেকে-কে নিয়ে আলাদা-ই উন্মাদনা। যে কলেজেরই নজরুল মঞ্চ বুকিং করি, যেই জিজ্ঞেস করি কে আসবে? না, কেকে আসবে। পপুলারিটি এমনই যে, ইয়ং ব্রিগেড কেকে-কে একদম ছেঁকে ধরে। কালই কেএমডিএ-র তরফে আমায় বলা হচ্ছিল যে, কলেজগুলোকে আর নজরুল মঞ্চকে দেবেন না। কারণ ওরা সিটের উপর উঠে নাচানাচি করে। সিটগুলো অর্ধেক ভেঙে যায়।’

আপাতত সমস্ত কলেজের সোশ্যাল বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। ইতিমধ্যেই এ ব্যাপারে মেয়র ফিরহাদ হাকিমকে প্রস্তাব দিয়েছে কেএমডিএ।ফিরহাদ বলেছে, আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ গতকালের অনুষ্ঠানের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে । যেখানে দেখা গেছে অনুষ্ঠান চলাকালিন বারবারই তোয়ালে দিয়ে ঘাম মুছছেন কেকে। তাঁর সারা শরীর ঘামে ভেজা। এর পরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কী নজরুল মঞ্চের এসি বিকল ছিল? সেই প্রশ্নেরই জবাব দিলেন ফিরহাদ। বলেন, ‘নজরুল মঞ্চের এসি যথেষ্ট ভালো। কিন্তু ২৭০০-র জায়গায় যদি ৭০০০ লোক ঢুকে পড়ে! অত্যধিক ভিড়ে গরম তো লাগবেই। শ্বাসপ্রশ্বাস নিতেও সমস্যা হবে। পাঁচিল টপকেও লোক ঢুকেছে। আটকানো যায়নি জনস্রোতকে।’

নজরুল মঞ্চের এক কর্মী কথায়, ‘এসি বন্ধ ছিল না। কিন্তু অত ভিড়ে কাজ করছিল না এসি। দরজা খোলা থাকায়, হাওয়া বেরিয়ে যাচ্ছিল। ৭টা দরজার ৫টাই খোলা ছিল ভিড়ের কারণে।’ কেকের মৃত্যু প্রসঙ্গে শিল্পী রূপম ইসলাম বলেছেন, ‘নজরুল মঞ্চ ওভারক্রাউডেড হয়ে গেলে কী হয়, সে অভিজ্ঞতা আছে। এসি বন্ধ হয়ে যায়। মঞ্চেও সার বেঁধে দর্শক দাঁড়িয়ে থাকলে দম নেওয়ার ফাঁকটুকুও থাকে না।’

 


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!