শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বাংলায় এসে ইডির সমালোচনায় সরব সিপিএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢঙে সীতারাম ইয়েচুরি হাওড়া সিপিএম জেলা কমিটির দফতর অনিল বিশ্বাস ভবনে সিপিএম রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বললেন, “ইডি কি আদৌ দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করছে? না, ইডি আসলে রাজনৈতিক স্বার্থে কাজ করছে। ৫ হাজারের বেশি মামলার তদন্ত করেছে, নিস্পত্তি হয়েছে মাত্র ২৩টি মামলার। ওরা সঠিকভাবে মামলার তদন্ত করুক, তা না করে হেনস্থা করছে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক ইডি,সিবিআইর বিরুদ্ধে একই অভিযোগ করে আসছেন দীর্ঘদিন ধরে। যতবার অভিষেক ইডি, সিবিআইর তলবে হাজিরায় গিয়েছেন, ততবারই জেরা শেষে বেরিয়ে এই একই অভিযোগ অভিষেক করেছেন, শুক্রবার ইডির বিরুদ্ধে ঠিক একই অভিযোগ করলেন সিপিএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
ইয়েচুরির গলায় এদিন ইডির সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইডির সমালোচনা করেন সেই সুর শোনা গেল। সীতারাম ইয়েচুরি বললেন, ইয়েচুরি আরও বলেন, ‘‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা বিজেপিতে চলে গেলেই আবার ইডি চুপ করে যাচ্ছে। এ থেকেই স্পষ্ট হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কী।’’
ঠিক একই অভিযোগ ইডি সম্পর্কে তৃণমূলের শাখা সংগঠনের নেতা থেকে শুরু করে মমতা,অভিষেক সবাই দূর্ঘদিন ধরে করে আসছেন।
এদিকে সীতারাম ইয়েচুরির ইডি সম্পর্কে এই মন্তব্য শুনে কালক্ষেপ না করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সীতারাম ইয়েচুরির উচিত মাস্টারমশাইয়ের মতো করে বাংলার ফেল করা নেতাদের এসব বোঝান, যাঁরা ইডি,সিবিআই নিয়ে বেশি নাচানাচি করেন।”
সীতারামের এই মন্তব্যে বাংলার সিপিএমের অস্বস্তি আড়াল করতে ময়দানে নেমে সুজন চক্রবর্তী বলেছেন, “অস্বস্তির কিছু নেই। সীতারাম যা বলেছেন আর আমরা রাজ্যে যা বলছি,তা তো আলাদা নয়। আমরা তো বলছি অনন্তকাল ধরে তদন্ত করা যাবে না, দ্রুত শেষ করতে হবে। মাথা পর্যন্ত পৌঁছতে হবে।” তবে সীতারাম ইয়েচুরি ও মমতা,অভিষেকের ইডি সম্পর্কে ধারণা মিলে গেলে তৃণমূলের বিরুদ্ধে ইডি-সিবিআই-র তদন্তের দাবিতে বঙ্গ সিপিএমের আন্দোলনের কী হবে?
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34