- দে । শ
- আগস্ট ২৫, ২০২২
পাকজঙ্গিকে ৩ বোতল রক্ত। মানবিক ভারতীয় সেনা।
২১ আগস্ট, রাজৌরি সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সঙ্ঘর্ষ গুলিতে গুরুতর আহত হয়েছিল জঙ্গি তবারব হোসেন। সে অধিকৃত কাশ্মীরের কোটলি জেলার বাসিন্দা।

চিত্র সংগৃহীত
২১ আগস্ট, রাজৌরি সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সঙ্ঘর্ষ গুলিতে গুরুতর আহত হয়েছিল জঙ্গি তবারব হোসেন। সে অধিকৃত কাশ্মীরের কোটলি জেলার বাসিন্দা। হাসপাতালে ভর্তি করার মুহুর্তে তার রক্তের প্রয়োজন হয়। সেনা হাস্পাতালের কমান্ডান্ট রাজীব নায়ার জানিয়েছেন, ভারতীয় জাওয়ানরা তাঁকে ৩ বোতল রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। অস্ত্রোপচারের পর তাকে সেনা হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
❤ Support Us