Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩, ২০২৪

‌৩৬ ঘন্টা পর মুক্ত সোনম ওয়াংচুক, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের আশ্বাস

আরম্ভ ওয়েব ডেস্ক
‌৩৬ ঘন্টা পর মুক্ত সোনম ওয়াংচুক, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের আশ্বাস

৩৬ ঘন্টা আটক থাকার পর অবশেষে মুক্তি পেলেন লাদাখের জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক। বুধবার তাঁকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। সোনম ওয়াংচুকের সঙ্গে মুক্তি পেয়েছেন আটক হওয়া বাকিরাও। মুক্তি পাওয়ার পর সোনম জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে লাদাখের সমস্যা সমাধানের জন্য শীঘ্রই প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা করবে।
১৫০ জনকে নিয়ে লাদাখ থেকে‌ ‘‌দিল্লি চলো পদযাত্রা’‌ শুরু করেন সোনম ওয়াংচুক। দিল্লি ঢোকার সময় দিল্লি–হরিয়ানার সিংহু সীমান্তে তাঁর সঙ্গীদের সহ সোনম ওয়াংচুককে আটক করে দিল্লি ও হরিয়ানা পুলিশ। এরপর তাঁদের বিভিন্ন থানাতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে ৬ অক্টোবর পর্যন্ত একসঙ্গে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা থাকায় তাঁদের দিল্লি ঢুকতে দেওয়া হয়নি। সোনম ও তাঁর সঙ্গীদের আটক করায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এদিকে, ছাড়া পাওয়ার পর সোনম ওয়াংচুক বলেন, ‘‌আটকের কারণে দিল্লি পৌঁছতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু সবকিছুই একটা কারণে ঘটে। আমরা আনন্দিত যে, আমাদের পরিবেশ সংরক্ষণের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। আমরা সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি। হিমালয়কে রক্ষা করার জন্য সাংবিধানিক বিধানের অধীনে লাদাখের সুরক্ষার আহ্বান জানিয়েছি।’‌
সোনম ওয়াংচুক আরও বলেন, ‘‌লাদাখের জন্য ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল উপজাতীয় এবং স্থানীয় জনগণকে সুরক্ষা প্রদান করে। তাদের এই অঞ্চলের ব্যবস্থাপনা ও শাসনের ওপর কর্তৃত্ব প্রদান করে। স্বরাষ্ট্রমন্ত্রক আমাকে আশ্বস্ত করেছে যে আগামী দিনে ভারতের সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করবে। আমি রাষ্ট্রত্বের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং ষষ্ঠ তফসিল বাস্তবায়নের আহ্বান জানিয়েছি।’‌ লাদাখের দাবির মধ্যে রয়েছে রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে অন্তর্ভুক্তি, একটি ত্বরান্বিত নিয়োগ প্রক্রিয়াসহ একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন এবং লেহ ও কার্গিলের জন্য পৃথক লোকসভা আসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!