শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
হাই কোর্টের একটি সূত্রে জানা গেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তিনি তাঁর পদত্যাগপত্র বিদেশ থেকে ইমেল করে পাঠিয়েছন। পরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং আইনমন্ত্রী মলয় ঘটককে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠাবেন।
রাজ্যে নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি নিয়োগ করতে পারে রাজ্য, সম্প্রতি এমন জল্পনা হচ্ছিল। এমনও জল্পনা চলছিল যে রাজ্যের এজি পদে আবার আইনজীবী কিশোর দত্তকে নিয়োগ করতে পারে নবান্ন। এই জল্পনার মধ্যেই বিদেশ থেকে আচমকা পদত্যাগের সিদ্ধান্ত জানালেন আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর, মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে। নতুন পিপি হন দেবাশিস রায়। তার পর থেকেই এজি পদে বদল নিয়েও জল্পনা শুরু হয়েছিল।
উল্লেখ্য, এর আগে কিশোর দত্ত আগে রাজ্যের এজি ছিলেন। গত বিধানসভা ভোটের পরে তাঁকে নবান্ন থেকে সরিয়ে দেয়া হয়। তার পর ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ওই পদে আনা হয় সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34