Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১০, ২০২৩

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে আচমকা পদত্যাগ করলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে আচমকা পদত্যাগ করলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়

আচমকা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শুক্রবার মেল মারফত বিদেশ থেকে নিজের ইস্তফা তিনি পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। তাঁর এই পদত্যাগের পর রাজ্যের আইনজীবী মহলে গুঞ্জন শুরু হয়েছে।

হাই কোর্টের একটি সূত্রে জানা গেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তিনি তাঁর পদত্যাগপত্র  বিদেশ থেকে ইমেল করে পাঠিয়েছন। পরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং আইনমন্ত্রী মলয় ঘটককে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠাবেন।

রাজ্যে নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি নিয়োগ করতে পারে রাজ্য, সম্প্রতি এমন জল্পনা হচ্ছিল। এমনও জল্পনা চলছিল যে রাজ্যের এজি পদে আবার আইনজীবী কিশোর দত্তকে নিয়োগ করতে পারে নবান্ন। এই জল্পনার মধ্যেই বিদেশ থেকে আচমকা পদত্যাগের সিদ্ধান্ত জানালেন আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর, মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে। নতুন পিপি হন দেবাশিস রায়। তার পর থেকেই এজি পদে বদল নিয়েও জল্পনা শুরু হয়েছিল।

উল্লেখ্য, এর আগে কিশোর দত্ত আগে রাজ্যের এজি ছিলেন। গত বিধানসভা ভোটের পরে তাঁকে নবান্ন থেকে সরিয়ে দেয়া হয়। তার পর ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ওই পদে আনা হয় সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!