Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৬, ২০২৩

স্পিনের ফাঁদে দুই দলই, প্রথম দিনেই জমে উঠেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
স্পিনের ফাঁদে দুই দলই, প্রথম দিনেই জমে উঠেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

ঘরের মাঠে স্পিনিং ট্র্যাক তৈরি করে নিউজিল্যান্ডকে ফাঁদে ফেলছে বাংলাদেশ। প্রথম টেস্টে তাইজুল ইসলামের হাত ধরে এসেছিল জয়। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে বাংলাদেশ। বাংলাদেশের ১৭২ রানের জবাবে প্রথম দিনের শেষে ৫৫ রান তোলার ফাঁকেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম দিনের শেষে ১১৭ রানে এগিয়ে গেছে বাংলাদেশ।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে স্পিনিং উইকেটে টস দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরিকল্পনা ছিল বড় রান তুলে প্রথম দিনেই নিউজিল্যান্ডকে চাপে ফেলা। কিন্তু স্পিন সহায়ক উইকেটে নিউজিল্যান্ড স্পিনারদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশ ব্যাটাররা। ৬৬.২ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম।

মেঘলা আবহাওয়ার জন্য এদিন সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামের ফ্ল্যাড লাইট জ্বালানো হয়েছিল। বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান ও জাকির হাসান ২৯ রান তোলেন। মনে হচ্ছিল বড় রানের জুটি হয়তো গড়ে তুলবে বাংলাদেশ। কিন্তু একাদশতম ওভারে জাকির হোসেনকে (৮) তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন মিচেল স্যান্টনার। পরের ওভারে আজাজ প্যাটেলের বলে আউট হন মাহমুদুল (১৪)।

চার নম্বরে নামা মমিনুল হকও ব্যর্থ। মাত্র ৫ রান করে আউট হন তিনি। স্পিনারদের আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন। মাত্র ৯ করে তিনি স্যান্টনারের  বলে এলবিডব্লিউ হন। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ৫৭ রান। ৪১তম ওভারে “অবস্ট্রাক্টিং দা ফিল্ড” আউট হন মুশফিকুর। কাইল জেমিসনের বল ব্যাটে লেগে মাটিতে পড়ে অফের দিকে বেরিয়ে যাচ্ছিল। মুশফিকুর ইচ্ছাকৃতভাবে ডান হাত দিয়ে বলটা ধরেন। নিউজিল্যান্ড ক্রিকেটাররা আউটের আবেদন করলে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে মুশফিকুরকে আউট দেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে “অবস্ট্রাকটিং দ্য ফিল্ড” আউট হন মুশফিকুর (৩৫)।

মুশফিকুর আউট হওয়ার পর আবার ধস নামে বাংলাদেশের ইনিংসে। শাহাদাত হোসেন ৩১ রান করে আউট হন। নুরুল হাসানও (৭) রান পাননি। মেহেদী হাসান মিরাজ করেন ২০, তাইজুল ৬ ও শরিফুল ১০ রান করে অপরাজিত থাকেন। ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই স্পিনারদের আক্রমণে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজ তুলে নেন ডেভন কনওয়েকে (১১)। পরের ওভারে টম লাথামকে (৪) ফেরান তাইজুল। এরপর হেনরি নিকোলসকেও (১) তুলে নেন তিনি। তবে নিউজিল্যান্ডকে সব থেকে বড় ধাক্কা দেন মেহেদী হাসান মিরাজ। দ্বাদশ ওভারে উইলিয়ামসনকে তুলে নেন। মাত্র ১৩ রান করে আউট হন উইলিয়ামসন। ওই ওভারে টম ব্ল্যান্ডেলকে (০) ফেরান মিরাজ। ব্ল্যান্ডেলকে যখন মিরাজ তুলে নেন, নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ৪৬। দিনের শেষে ক্রিজে রয়েছেন গ্লেন ফিলিপস (৫) ও ড্যারিল মিচেল (১২)। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!