Advertisement
  • এই মুহূর্তে
  • মে ২০, ২০২২

ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপিতে নাম জড়ালো শ্রীলঙ্কার

দেশটির কাছে ঋণ পরিশোধে ৩০ দিনের অতিরিক্ত সময় ছিলো।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপিতে নাম জড়ালো শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হয়ে পড়েছে। ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে আর্থিক দূরাবস্থায় মুখোমুখি দাঁড়িয়ে দ্বীপ রাষ্ট্রটি। দেশটির কাছে ঋণ পরিশোধে ৩০ দিনের অতিরিক্ত সময় ছিলো। কিন্তু সে সময় অতিক্রম হলেও ৭৮ মিলিয়ন ডলারের ঋণ পরিশোভ দিতে পারেনি দেশটি। বিবিসি জানিযেছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন, তার দেশ এখন ‘প্রি-এমটিভ ডিফল্ট’ হয়ে পড়েছে। ১৯ মে বিশ্বের শীর্ষ দুই ঋণ রেটিং সংস্থাও জানিয়েছে, শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়ে পড়েছে।আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে ঠেকায়  বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি।

কোনো সরকার যখন ঋণদাতাদের ঋণের কিছু অংশ বা পুরোটা পরিশোধে ব্যর্থ হয় তখ ন সেই সরকারকে খেলাপি বলা হয়। এতে বিনিয়োগকারীদের কাছে দেশটির সুনাম নষ্ট হয়, প্রয়োজনের সময় আন্তর্জাতিক বাজার থেকে ঋণ সংগ্রহ কঠিন হয়ে যায়। এতে দেশটির মুদ্রা এবং অর্থনীতির আরও বেশি ক্ষতি হয়।

শ্রীলঙ্কার গভর্নর পি নন্দলাল বীরসিংহে বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আমরা বলেছি যতক্ষণ আমরা পুনর্গঠনের আওতায় আসতে পারছি না, ততক্ষণ আমরা ঋণ পরিশোধ করতে সক্ষম হবো না। সে কারণে যেটা হচ্ছে সেটারেক প্রি-এমটিভ ডিফল্ট বলা যেতে পারে।তিনি বলেন, ‘টেকনিক্যাল ব্যাখ্যাও দেওয়া যেতে পারে, তাদের দিক থেকে তারা এটাকে খেলাপি বিবেচনা করতে পারে। আমাদের অবস্থান খুবই স্পষ্ট, যতক্ষণ ঋণ পুনর্গঠন হচ্ছে না, ততক্ষণ আমরা পরিশোধ করতে পারবো না।’


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!