Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৬, ২০২৩

“ধনখড়ই নিয়ম বদলেছেন”, ধূপগুড়ির শপথ বিতর্কের মাঝে মুখ খুললেন স্পিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
“ধনখড়ই নিয়ম বদলেছেন”, ধূপগুড়ির শপথ বিতর্কের মাঝে মুখ খুললেন স্পিকার

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর দুসপ্তাহ পার হয়ে গেলেও এখনও শপথ নিতে পারেননি ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসেকে চিঠ লিখছেন বিধানসভার পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কেন এই জটিলতা তা নিয়ে এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার স্পিকার মঙ্গলবার সাংবাদিকদের বলেন,”আগে শপথকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হতো না। আমাদেরকে ক্ষমতা দেওয়া হতো। আমরা সেই ভাবে শপথের দিন ঠিক করতাম।”

স্পিকার বলেন, “পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময় থেকে এই শপথের নিয়ম বদলেছেে।” তিনি আরও বলেন, “উনি নিজেই দায়িত্ব নিতে শুরু করেন। তখন থেকেই সেই পদ্ধতি চলছে। দুর্ভাগ্যজনক ভাবে একমাসের বেশি সময় পেরিয়ে গেল। এখনও কিছুতেই শপথ নেওয়ানো গেল না। যতক্ষণ পর্যন্ত রাজ্যপাল অনুমতি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই।”

পরিস্থিতি যেদিকে গড়িয়েছে তাতে বলা যায় উপাচার্য নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের পর এবার রাজ্য-রাজ্যপাল সংঘাতে নবতম সংযোজন হচ্ছে ধূপগুড়ির জয়ী প্রার্থীকে শপথগ্রহণ।

নবান্ন সূত্রে জানা গেছে, ধূপগুড়ির ফল ঘোষণার পরপরই শপথগ্রহণ সংক্রান্ত ফাইল রাজভবন পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ফাইল আটকে রয়েছে এখনও রাজভবনে। পরে জানানো হয় রাজভবনেই জয়ী প্রার্থীকে শপথ নেওয়াবেন রাজ্যপাল। রাজ্যকে না জানিয়ে গত শনিবার শপথের দিন ঠিক করেন রাজ্যপাল। তবে যাঁর শপথ সেই নির্মলচন্দ্র দাবি করেন, শপথ নিয়ে কোনও চিঠি তাঁর কাছে আসেনি। ফলে রাজ্যপাল রাজভবনে শপথের আসর সাজিয়ে বসে থাকলেও দেখা মেলেনি ধূপগুড়ির বিধায়কের, ফলে ভেস্তে যায় শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

এই ঘটনার ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার শপথগ্রহণের চিঠি পান নির্মলচন্দ্র রায়। চিঠি হাতে পেয়েই তিনি বিষয়টি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোরাধ্যায়কে জানান। তিনি এই ঘটনা জানিয়ে রাজ্যপালকে চিঠি দেন পরিষদীয় মন্ত্রী। তিনি বলেন, “নতুন বিধায়ক এলাকার কাজ করবেন, সাধারণ মানুষকে তাঁদের প্রয়োজনে শংসাপত্র দেবেন। কিন্তু তিনি এখনও শপথই নিতে পারলেন না। কেন এমন করছেন রাজ্যপাল।” এদিকে শপথ না নিতে পেরে পরিষেবা দিতে না পাড়ার কথা বলে নির্মলচন্দ্র রায়কে কটাক্ষ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, রাজ্যপাল শপথ নিতে ডেকেছিলেন, কেন আসেননি? এখন এসব বলছেন। রাজ্যপাল কি শপথ নেওয়াতে পারেন না?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!