Advertisement
  • দে । শ
  • জুন ২৯, ২০২৪

জঙ্গি যোগ, এসটিএফের জালে মঙ্গলকোটের আনোয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
জঙ্গি যোগ, এসটিএফের জালে মঙ্গলকোটের আনোয়ার

কয়েকদিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলাম ওরফে শাহদাত সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত হাবিবুল্লাকে জেরা করে এই সংগঠনের এক লিঙ্কম্যানকে জালে তুলল এসটিএফ। আনোয়ার সেখ নামে বছর পঁয়ত্রিশের ওই যুবককে শুক্রবার সন্ধেয় চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ারের বাড়ি মঙ্গলকোটের কুলশুনা গ্রামে। চেন্নাই থেকে পুলিশ আনোয়ার সেখের গ্রেপ্তারের খবর তার পরিবারকে জানানোর পর গ্রামজুড়ে ছড়াল চাঞ্চল্য। যদিও কুলশুনা গ্রামের বাসিন্দারা আনোয়ারের জঙ্গি যোগে গ্রেপ্তারের খবরে হতবাক।
আনোয়ারের স্ত্রী রেজিনা বিবির দাবি, আনোয়ার সেখানকার একটি লন্ড্রিতে কাজ করত। সূত্রের খবর লন্ড্রিতে কাজ করার আড়ালে এলাকায় ঘুরে ঘুরে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে কাজ করত। এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে, কাঁকসা থেকে ধৃত জঙ্গি মহম্মদ হবিবুল্লাকে জেরা করা এসটিএফ মঙ্গলকোটের আনোয়ার সেখের নাম পায়। আনোয়ার শাহাদাত জঙ্গি গোষ্ঠীর লিঙ্কম্যান হিসেবে কাজ করত বলে জানা গিয়েছে। আনোয়ারকে জেরা করে জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে জাল বিছিয়েছে কিনা খোঁজখবর করছে। আনোয়ারের মাসি জাবেদা বিবি, পড়শি ভোলা শেখদের বিস্ময়, ‘আনোয়ার খুবই ধর্মপ্রাণ ছেলে। সংসারের প্রতিও যথেষ্ট দায়বদ্ধ। সে যে দেশবিরোধী কাজকারবারে যুক্ত থাকতে পারে, তা বিশ্বাস হচ্ছে না।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!