- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৬, ২০২৩
৭২ ঘণ্টার মধ্যেই আবারও কাঁপল দিল্লি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি
৭২ ঘণ্টার মধ্যে আবারও কেঁপে উঠল দিল্লি। তীব্র কম্পন অনুভূত হল গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম, লখনউতেও। এখনও ক্ষয়ক্ষতির খবর।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে পাওয়া তথ্য বলছে, সোমবার বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল ছিল নেপাল। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি।
এর আগে গত শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল হিমালয় সংলগ্ন দেশ। সেই ভূমিকম্পে ইতিমধ্যে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। রবিবারও নতুন করে ভূমিকম্প হয় নেপালে। সোমবার আবারও কাঁপল নেপাল। যার প্রভাবে কম্পন অনুভূত হয় দিল্লি, লখনউতেও।
প্রসঙ্গত, ২০১৫ সালের ভয়াবহ স্মৃতি উসকে শুক্রবার রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আফটার শকের তীব্রতাও ছিল ৩.৩। নেপাল প্রশাসন সূত্রে খবর, রুকুম জেলা এবং জাজারকোট এই প্রবল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ভূবিজ্ঞানীরা বলছেন, ইউরেশীয় প্লেটের দিকে ইন্ডিয়ান প্লেট ক্রমেই এগোচ্ছে, তার ফলে হিমালয় সংলগ্ন এলাকা ভূমিকম্পপ্রবণ। আই এই দুলি টেকটোনিক প্লেট পরস্পরের দিকে এগোচ্ছে বলেই হিমালয় সংলগ্ন এলাকায় কম্পন । তবে এই টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে আগামী সময়ে হিমালয় সংলগ্ন অঞ্চলে রিখটার স্কেল ৮ মাত্রার বড় রকমের ভূমিকম্প হতে পারে।
❤ Support Us