Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২, ২০২৪

লিফলেট ছড়িয়ে প্রতিবাদ এসইউসিআই-র

আরম্ভ ওয়েব ডেস্ক
লিফলেট ছড়িয়ে প্রতিবাদ এসইউসিআই-র

‘কেন্দ্রের ও রাজ্যের জনবিরোধী নীতি’র প্রতিবাদে সরব হল ‘গণ আন্দোলনের পরীক্ষিত সৈনিক’ এসইউসিআই। দলের রাজ্য কমিটির তরফে প্রকাশিত লিফলেটে ‘সংসদে অগণতান্ত্রিকভাবে একের পর এক জনবিরোধী আইন পাশ করানোর’ সমালোচনা করা হয়েছে। রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য স্বাক্ষরিত লিফলেটে দাবি করা হয়েছে, ‘বিজেপি সরকার আদানি, আম্বানি-সহ পুঁজিপতিদের বিপুল মুনাফার স্বার্থে এদেশের রেল, ব্যাঙ্ক, বিমা, খনিজ সম্পদ-সহ জনগণের টাকায় তৈরি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জলের দরে পুঁজিপতিদের কাছে বিক্রি করা হচ্ছে।’ সেইসঙ্গে তৃণমূলের সমালোচনা, ‘তৃণমূল পূর্বতন সিপিএম সরকারের পদাঙ্ক অনুসরণ করে পুঁজিপতিদের তোষণ করার পথে অগ্রসর হয়ে চলেছে। এ রাজ্যের তৃণমূলের নেতা-কর্মীরাও দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত।’ গোটা রাজ্যেই এই লিফলেটটি ছড়িয়ে এসইউসিআই প্রার্থীদের জেতানোর আবেদন করা হয়েছে।

বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে লিফলেটে লেখা হয়েছে, ‘সংখ্যালঘু, তথাকথিত দলিত, আদিবাসী মানুষদের উপর চলছে লাগাতার আক্রমণ। জল-জঙ্গলের স্বাভাবিক অধিকার থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে।’ আরও লেখা হয়েছে, ‘ধর্ম, বর্ণ, জাতপাতের বিভেদকে উসকে দিচ্ছে আরএসএস-বিজেপি। রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে গোটা দেশকে ধর্মীয় উন্মাদনায় মাতিয়ে তুলতে চাইছে।’ কেন্দ্রের শিক্ষানীতি নিয়ে লিফলেটে বিজেপি বিরোধী ক্ষোভ, ‘শিক্ষার মর্মবস্তু যুক্তিবাদকে ধ্বংস করতে, গোটা শিক্ষাব্যবস্থাকেই সর্বাঙ্গীণ বেসরকারিকরণ করতে জাতীয় শিক্ষানীতি-২০২০ প্রণয়ণ করেছে তারা।’

লিফলেটে বামফ্রন্টের প্রতি তীব্র কটাক্ষ, ‘বামপন্থী আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত এই বাংলায় বামফ্রন্টের দীর্ঘ শাসনের মধ্যে সংগ্রামী বামপন্থার নীতি না থাকার ফলে তারা গণ আন্দোলনের পথকে পরিত্যাগ করেছে। কিছু আসনের আশায় সংগ্রামী বামপন্থার পথ থেকে সরে গিয়েছে।’ লিফলেটে কংগ্রেসেরও সমালোচনা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!