Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৪, ২০২৪

প্রতীক ছাড়াই এসইউসি প্রার্থীর প্রচার শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতীক ছাড়াই এসইউসি প্রার্থীর প্রচার শুরু

এখনও প্রতীক মেলেনি। তাই বলে থেমে নেই এসইউসিআই–‌র দেওয়াল লিখন। সোমবার বিকেল পর্যন্ত বসিরহাট কেন্দ্রে বাম–‌কংগ্রেস জোটের প্রার্থীর নাম ঘোষনা করতে পারেনি। বামপন্থী দল হিসেবে এসইউসি লড়ছে বসিরহাট কেন্দ্রে। তাদের প্রার্থী দাউদ গাজি। দলের সর্বক্ষণের কর্মী, কৃষক আন্দোলনের নেতা দাউদ গাজির নামে দেওয়াল লেখা হয়েছে প্রচুর। নির্বাচন কমিশনের দেওয়া কোন নির্দিষ্ট প্রতীক না থাকায় নির্দল প্রার্থীদের জন্য ফ্রি সিম্বল থেকে বেছে নিয়ে এসইউসিআই ভোট লড়তে হয়। এবারও তাই মনোনয়ন পেশ না হওয়া পর্যন্ত কোন প্রতীক নির্দিষ্ট হওয়ার সম্ভবনা নেই এসইউসির। তাই সর্বভারতীয় পরিচিতি থাকা সত্বেও এসইউসিআই তাদের প্রার্থীর নামের পাশে প্রতীক আঁকতে পারছেনা ।

এসইউসির বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক অজয় বাইন বলেন, আমরা বিপ্লবী দল। আমাদের কোন নির্বাচনী প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ করেনি। তাতে কোন অসুবিধা নেই। এভাবেই  সব নির্বাচনেই আমাদের দল লড়ে। অজয় বলেন, এবারে আমরা যেমন টর্চ লাইট, ক্রিকেট ব্যাট, কাচের গ্লাস এই ৩ টির একটির জন্য আবেদন করেছি। রাজ্যের ৪২ টা আসনে আমাদের প্রথম পছন্দ টর্চ লাইট। তিনি বলেন, উত্তরবঙ্গে আমাদের দলের প্রার্থীদের টর্চ লাইট প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।’‌ এসইউসি নেতার দাবি, বসিরহাট কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে বামপ্রার্থী বলতে তো আমাদের প্রার্থী। সিপিএম বা সিপিআই –‌র মধ্যে বামপন্থা অবশিষ্ট নেই। যারা বামপন্থার আদর্শে নিয়ে চলতে চান তাদের সমর্থন এসইউসিআই  পাবে।

নির্বাচনী প্রতীকের কোন নিশ্চয়তা নেই। তাই বলে বিলচলিত নয় এসইউসিআই। দলের প্রার্থী দাউদ গাজি বলেন, গণ আন্দোলনের মাধ্যমে মানুষের মনে ঠাঁই করে নিয়েছে আমাদের দল এসইউসিআই (‌কম্যুনিস্ট)‌। নির্বাচন উপলক্ষ্যে গণ আন্দোলনের বার্তা নিয়েই আমরা মানুষের কাছে যাব। পুঁজিপতিদের বন্ডের অর্থে নয়, সর্বস্তরের মানুষের দেওয়া সাহায্যে আমরা নির্বাচনে লড়াই করি।’‌ এসইউসির দাবি কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্য তৃণমূল সরকারে জনবিরোধী নীতি গুলির মৌলিক কোন তফাৎ নেই। প্রকৃত বামপন্থাই একমাত্র বিকল্প হতে পরে। সিপিআই সিপিএম সে পথে যায়নি। তাদের ভোটসর্বস্ব রাজনীতি বামপন্থার ক্ষতি করেছে। তাই নির্বাচনে এসইউসি বিজেপি, তৃণমূলের পাশাপাশি সিপিএমের সমালোচনা থেকে সরছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!