- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৬, ২০২৩
পিচ নিয়ে সমালোচনাকারীদের “নির্বোধ” বললেন গাভাসকার
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালের আগেই শুরু হয়েছিল পিচ নিয়ে বিতর্ক। ইংল্যান্ডের বিখ্যাত সংবাদপত্রর প্রতিবেদনে বলা হয়েছিল, সুবিধা পাওয়ার জন্য সেমিফাইনাল ম্যাচের পরিবর্তন করেছে ভারত। আর এই পিচ নিয়ে সমালোচনাকারীদের “নির্বোধ” বলে সম্বোধন করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। পাশাপাশি সমালোচকদের মুখ বন্ধ রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শেষে সম্প্রচারকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানে গাভাসকার বলেন, ‘ম্যাচের আগে পিচ পরিবর্তন নিয়ে যেসব গাধারা নির্বোধের মতো অনেক কথা বলেছিল, আশা করছি এবার তারা মুখ বন্ধ করবে। কথায় কথায় ভারতের সমালোচনা বন্ধ করুক। এই পিচেই তো দুটো দল খেলেছে। দুই দলের কাছেই পিচ সমান ছিল। কোনও দলের স্পিনারাই সাহায্য পায়নি। মহম্মদ সামি ৭ উইকেট তুলে নিয়েছে। সুতরাং পিচ নিয়ে সমালোচনা করাটা মূর্খের মত কাজ।”
গাভাসকার আরও বলেন, “আগে থেকে অনেকেই বলতে শুরু করেছে, ফাইনালে আমেদাবাদের পিচেও পরিবর্তন করা হবে। ফাইনালে ভারত কোন দলের বিরুদ্ধে খেলবে, এখনও সেটাই ঠিক হয়নি। অথচ এর মধ্যেই পিচ নিয়ে উল্টোপাল্টা কথা বলে বাজার গরম করার চেষ্টা করা হচ্ছে। পিচ নিয়ে আজেবাজে কথা বলা বন্ধ করুন।”
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের আগে ইংল্যান্ডের ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মুম্বইয়ে ৬ নম্বর পিচে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় স্পিনারদের সুবিধার কথা মাথায় রেখে ৭ নম্বর পিচে খেলা হচ্ছে। এই উইকেটে আগে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং ভারত-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যদিও বুধবার প্রথম সেমিফাইনালে স্পিনাররা একেবারেই সাফল্য পাননি। প্রথম সেমিফাইনালে দুই দলের ৫ জন স্পিনার খেলেছিলেন। নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। আর ভারতীয় দলে ছিলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এই ৫ স্পিনার মিলে ম্যাচে মাত্র একটি উইকেট তুলতে পেরেছিলেন।
❤ Support Us