Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ৭, ২০২৩

বিহারের “ভাবী মুখ্যমন্ত্রী”লেখা তেজস্বীর পোস্টার ঘিরে নয়া জল্পনা। যাদব-কুমারের অন্তর্দ্বন্দ্ব না বোঝাপড়ার নয়া ইঙ্গিত

আরম্ভ ওয়েব ডেস্ক
বিহারের “ভাবী মুখ্যমন্ত্রী”লেখা তেজস্বীর পোস্টার ঘিরে নয়া জল্পনা। যাদব-কুমারের অন্তর্দ্বন্দ্ব না বোঝাপড়ার নয়া ইঙ্গিত

নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার জন্যই কি তেজস্বী যাদবকে বিহারের “ভাবী মুখ্যমন্ত্রী” করার দাবিতে পোস্টের পড়ল? না কী তেজস্বী যাদব ও নীতীশ কুমারের মধ্যে দ্বন্দ্ব শুরু হল? কেউ কেউ বলছেন এই পোস্টার আসলে ইন্ডিয়া মঞ্চের দুই কাণ্ডারির মধ্যে দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।  রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির কর্মীরা তেজস্বী যাদব বিহারের “ভাবী মুখ্যমন্ত্রী” লেখা পোস্টার নিয়ে রবিবার পাটনায় তেজস্বীর বাড়ির সামনে জমায়েত করে। আগামী লোকসভা ভোটের জন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রস্তুতি পর্বেই কী বিহারের ক্ষমতাসীন মহাজোটের দুই প্রধান শরিকের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ল বলে মনে করছে বিজেপি।

তেজস্বী যাদবের জন্মদিন আগামী ৯ নভেম্বর। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দলের কর্মী-সমর্থকদের তরফে ওই পোস্টার পড়েছে বলেই আরজেডির তরফে দাবি করা হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের প্রস্তুতি-প্রক্রিয়া নিয়ে যখন জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রকাশ্যেই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে দেখা গেছে, সেই সময় এই আরজেডি সমর্থকদের এই পোস্টার যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই। তবে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে,  ওই পোস্টারে আরজেডি নেতাদের সঙ্গে জেডিইউ নেতাদেরও দেখা গিয়েছে। তাই ইন্ডিয়া মঞ্চের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এসব হচ্ছে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী করার প্রক্রিয়া এবং তাই তেজস্বী যাদবকে বিহারের ভাবি মুখ্যমন্ত্রী করার এই প্রয়াস।

গত বৃহস্পতিবার পাটনায় সিপিআইয়ের ডাকে বিজেপি হঠাও, দেশ বাঁচাও জনসভায় ভাষণ দিতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। পরে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে ফোন করে জানিয়ে দেন , পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটলেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক ডাকা হবে। বিরোধী জোটের পরবর্তী বৈঠকের আয়োজনের দায়িত্ব রয়েছে কংগ্রেসের উপর ন্যস্ত।

এর আগে কয়েকটি সূত্র থেকে দাবি করা হয়, নীতীশ কুমারকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করছে জেডিইউ, আরজেডি। তবে স্বয়ং নীতীশ কুমার এই ধরনের দাবি উড়িয়ে দিয়ে বলেছিলেন, ইন্ডিয়া জোট এখনও তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে পাটনার এই নতুন পোস্টারে জল্পনা ছড়িয়েছে, তবে কি ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ হবেন নীতীশ কুমার? সেই কারণেই তেজস্বীকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন নীতীশ?


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!