- এই মুহূর্তে দে । শ
- মে ২২, ২০২৩
দ্রুত শুনানির আর্জি ফিরিয়ে দিল আদালত, রক্ষাকবচ ছাড়াই আগামী শুক্রবার পর্যন্ত কাটাতে হবে তৃণমূলের সাধারণ সম্পাদককে

কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে ইডির দায়ের করা মামলা থেকে অব্যহতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির জন্য শনিবার আবেদন করেছিলেন শীর্ষ আদালতে। সোমবার শীর্ষ আদালত অভিষেকের এই আবেদন নাকচ দিয়েছে। শীর্ষ আদালত সোমবার জানিয়ে দিয়েছে, শনিবার অভিষেকের দায়ের করা আবেদনের শুনানি হতে পারে আগামী শুক্রবার। তাই বলা যায়, আরও ৪ দিন কোনও রক্ষাকবচ ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাটাতে হবে।
প্রসঙ্গত, সোমবারই মামলাটির যাতে দ্রুত শুনানি হয় তার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। প্রসঙ্গত এই একই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আবেদন করলে তাও খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গত ৩০ মার্চ কুন্তল ঘোষ হেস্টিংস থানায় এফআইআর করে ও আদালতে চিঠি অভিযোগ করেন, অভিষেকের নাম বলার জন্য তাঁর ওপর কেন্দ্রীয় এজেন্সি চাপ দিচ্ছে। কুন্তলের এই অভিযোগের ঠিক আগেরদিন শহিদ মিনার ময়দানে দলীয় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমার নাম নেওয়ার জন্য মদন মিত্র, কুণাল ঘোষকে চাপ দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, যখন এরা কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে ছিলেন। অভিষেক অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে করে বলেছিলেন, চাপের কাছে নতি স্বীকার না করায় তাদের দিনের পর দিন জেলবন্দি থাকতে হয়েছে। অভিষেকের মন্তব্যের ঠিক পরের দিনই কুন্তলের অভিযোগ আসে এবং এই নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে কি অভিষেকের ভাষণ ও কুন্তলের চিঠি ও এফআইআর -এর মধ্যে কোনও সংযোগ আছে?
এই নিয়ে কুন্তল মৌখিক অভিযোগ করেই থিম থাকেননি। একই অভিযোগ জানিয়ে সিবিআই ও পিএমএলএ আদালতে বিচারককে চিঠি দেয় কুন্তল ঘোষ । এর পর প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনের মাধ্যমে একই অভিযোগ জানান হেস্টিংস থানায়। পুলিশে অভিযোগ দায়েরের পর বিষয়টি আদালতে উত্থাপন করে ইডি। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ও অভিষেককে জেরা করতে নির্দেশ দেন সিবিআইকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করে শীর্ষ আদালত। তবে বিতর্ক এড়াতে মামলাটির এজলাস পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এর পর মামলাটি যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। গত বৃহস্পতিবার অভিষেকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সিনহা নির্দেশ দেন, অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। সঙ্গে আদালতের সময় নষ্ট ও তদন্তের গতি কমানোর দায়ে কুন্তল ও অভিষেককে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেন তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। কিন্তু আবেদনের দ্রুত শুনানি করতে অস্বীকার করে ডিভিশন বেঞ্চ।
আদালতের এই নির্দেশ আসার পরেই শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। শনিবার সকাল১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়। ওদিকে শনিবার সকালে অভিষেক সিবিআইকে চিঠি দিয়ে জানান, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শনিবার সুপ্রিম কোর্টে আবেদন করে দ্রুত শুনানির আর্জিও জানান অভিষেক। কিন্তু সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
❤ Support Us