Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১১, ২০২৪

মারা গেলেন বাংলার টেবিল টেনিসের ‘‌দ্রোণাচার্য’‌ কোচ জয়ন্ত পুশিলাল

আরম্ভ ওয়েব ডেস্ক
মারা গেলেন বাংলার টেবিল টেনিসের ‘‌দ্রোণাচার্য’‌ কোচ জয়ন্ত পুশিলাল

মারা গেলেন বাংলার টেবিল টেনিসের দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলাল। মঙ্গলবার রাতে কলকাতার নারকেলডাঙার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন এই প্রাক্তন টেবিল টেনিস তারকা। তাঁর মৃত্যুতে বাংলার ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
টেবিল টেনিস জগতে স্বনামধন্য কোচ হিসেবে পরিচিত ছিলেন জয়ন্ত পুশিলাল। তাঁর হাত ধরেই উঠে এসেছেন অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো খেলোয়াড়রা। প্রত্যেকেই জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। ভারতীয় দলের কোচের ভূমিকাও পালন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাতে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। তাঁর কৃতিত্বকে সম্মান জানাতে এবছরের গোড়ায় জয়ন্ত পুশিলালকে দ্রোণাচার্য পুরস্কার তুলে দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন জয়ন্ত পুশিলাল।
দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন বাংলার সফলতম এই টেবিল টেনিস কোচ। এবছর দ্রোণাচার্য পুরস্কার পাওয়ার পর শিষ্যদের কাছে আর্জি জানিয়েছিলেন, কিডনি প্রতিস্থাপনে সাহায্য করার জন্য। গুরুর আবেদনে সাড়া দিয়ে মৌমা দাস, অমিত দাস, কিশলয় বসাক, অনিকেত কোপারকার, প্রতীক মেহতা, শুভম চৌধুরী, দেবস্মিতা দাস, অনির্বাণ নন্দী, মিনু বসাক, প্রাপ্তি সেনরা এগিয়ে এসেছিলেন। তাঁরা চিকিৎসার জন্য বেশ কিছু টাকা তুলে দেন জয়ন্ত পুশিলালের হাতে।
মাঝে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু আবার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। অন্যান্য অঙ্গ–প্রত্যঙ্গও বিকল হতে শুরু করে। ধকল নিতে না পেরে সম্প্রতি আবার শয্যাশায়ী হয়ে পড়েন। মাসখানেক আগে মায়ের মৃত্যু মানসিকভাবে আরও চাপে ফেলেছিল জয়ন্ত পুশিলালকে। সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দ্রোণাচার্য কোচ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!