- দে । শ
- জুন ৭, ২০২৩
আওরঙ্গজেবকে মহিমান্বিত করে সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রতিবাদে কোলহাপুরে বিক্ষোভ; পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তে পুলিশের লাঠিচার্জ

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে মহিমান্বিত করা হয়েছে এবং একজন মারাঠা জাতীয় মহান আইকনকে অসম্মান করা হয়েছে ওই পোস্টে। এই পোস্টটি ঘিরে মহারাষ্ট্রের কোলহাপুরে বিক্ষোভ শুরু হয়। এই শহরের কিছু দক্ষিণপন্থী সংগঠনের লোকেরা বুধবার এই সোশ্যাল মিডিয়ার পোস্টটিকে কেন্দ্র করে কোলহাপুর বন্ধের ডাক দিয়েছিল, এই বনধকে ঘিরে বিক্ষোভ কর্মসূচি খুব দ্রুত সহিংস বিক্ষোভে রূপ নেয়।
বিক্ষোভকারীরা সকাল ১০টায় শিবাজি মহারাজ চকে জমায়েত করে। এই জমায়েত থেকে দাবি করা হয়, আপত্তিকর বিষয়বস্তু পোস্ট করেছেন যে দুই অভিযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই স্লোগান ক্রমেই উত্তেজনায় পরিণত হয়।
এই বিক্ষোভ থেকে এক প্রতিবাদী বলেন, “আমরা আমাদের মারাঠা ভূমিতে মুঘল নেতাদের গৌরব সহ্য করব না। হিন্দু সমাজ রক্ষার জন্য আমরা তলোয়ার তুলতেও প্রস্তুত। কোনও ভাবেই এসব সহ্য করা হবে না।”
এর পরেই কিছু বিক্ষোভকারী আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং দোকান, সম্পত্তি ভাংচুর করে বলে অভিযোগ। কয়েকটি গাড়িও এই বিক্ষোভকারীদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুলিশ কর্তৃপক্ষ শহরের এই বিক্ষোভ বিদ্ধস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে এবং বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ।
বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসও ব্যবহার করে পুলিশ। এই ঘটনার ঠিক একদিন আগে শহরের টাউন হল এলাকায় পাথর ছোড়ার ঘটনা ঘটে।
‘লাভ জিহাদ’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ উল্লেখ করার সময় কিছু প্রতিবাদকারীও দাবি করেছেন যে ভারতে হিন্দুরা নিরাপদ নয়। তাদের ভারতে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোস্টার দেয়, নিরাপত্তার দাবি জানায়।
এই ঘটনার পরদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছিলেন, “রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। আমি জনসাধারণের কাছে শান্তি ও শান্তি বজায় রাখার জন্য আবেদন করছি। পুলিশের তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
❤ Support Us