- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৫, ২০২৪
সুপ্রিম কোর্টে পিছেলো ডি এ মামলার রায়

ফেব্রুয়ারির পর জুলাই মাসের ১৫ তারিখ ডি এ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আন্দোলনকারীরা আশা করেছিলেন, এবার অন্তত হাসি ফুটবে তাঁদের মুখে। তবে দিনের শেষে হতাশাই জুটল কপালে। ডিএ মামলার শুনানি তিন মাসের বেশি পিছিয়ে দিল দেশের শীর্ষ আদালত। পরবর্তী শুনানি দুর্গাপূজোর পর হতে পারে বলে জানানো হয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ জানায়নি বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ।
রাজ্যে বকেয়া ডি এ -র পরিমাণ ৪১ হাজার ৭০০কোটি টাকা। বাকি থাকা মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্ট সরকারকে ডি এ মিটিয়ে দেওয়ার জন্য তিন মাসের সময়সীমা দেয়। সে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা শীর্ষ আদালতে মামলা দায়ের করে রাজ্য। ২০২২ সাল থেকে চলা এই মামলায় শুধু একের পর এক শুনানির দিন ঘোষণা ছাড়া আর কিছুই মেলেনি সরকারি কর্মীদের কপালে। সোমবার মামলাকারীদের আইনজীবী ফিরদউস শামিম বলেছেন, ডিএ মেটানোর বিষয়টিতে দুর্গা পুজোর আগেই পদক্ষেপ করুক আদালত। তবে রাজ্যের আইনজীবী মনু সিঙ্ঘভি বলেছেন, এই মামলায় আরও শুনানির প্রয়োজন। ফলে পিছিয়ে গেল মামলা।
আপাতত অনির্দিষ্ট কালের জন্য মামলার শুনানি পিছিয়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে এই মামলা ওঠার পর থেকে এখনও পর্যন্ত ১২ বার পিছিয়েছে শুনানি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ সুপ্রিম কোর্টের বিচারপতির ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রধান বিচারপতি একাধিক জায়গায় বলেন যে বিচারের প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। অথচ তাঁর প্রতিষ্ঠানেই দিনের পর দিন মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে।
যদিও, মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় বেশ কয়েক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপাতত দুর্গাপুজোর পরবর্তী সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে আন্দোলনকারী সরকারি কর্মীদের।
❤ Support Us