Advertisement
  • দে । শ
  • মে ১৯, ২০২৩

জরুরি ভিত্তিতে অভিষেকের আবেদন শুনতে অরাজি ডিভিশন বেঞ্চ, মামলা ফের গেল প্রধান বিচারপতির কাছেই

আরম্ভ ওয়েব ডেস্ক
জরুরি ভিত্তিতে অভিষেকের আবেদন শুনতে অরাজি ডিভিশন বেঞ্চ, মামলা ফের গেল প্রধান বিচারপতির কাছেই

জরুরি ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন শুনতে রাজি হল না বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার থেকে হাইকোর্টে গ্রীষ্মের ছুটি শুরু হবে। এখনও অনেক আগের মামলা রয়েছে। শুক্রবার পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে হাইকোর্টে। সেই কারণেই অভিষেকের মামলার শুনানি জরুরি ভিত্তিতে করতে পারছে না কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের এই ঘোষণার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আবেদন ফেরত গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে।

এই প্রসঙ্গে বিচারপতি সুব্রত তালুকদার বলেন, ‘‘আমি মৌখিক ভাবে বলছি, উপায় না থাকলে আপনারা অবকাশকালীন বেঞ্চে যেতে পারেন।’’ এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ মিলল না। ফের ধাক্কা খেলেন আদালতে।

ডিভিশন বেঞ্চের রায়ের পরেই প্রধান বিচারপতির এজলাসে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়  এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের আইনজীবীরা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  নাম নেওয়ার জন্য তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন  অভিযুক্ত কুন্তল ঘোষ। আশ্চর্যজনক  ভাবে, কুন্তল যে দিন এই অভিযোগ করেন,ঠিক তার আগের দিন অভিষেক কলকাতার শহিদ মিনারের সভায় একটি সভা থেকে অভিযোগ করে বলেন, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতা যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন, তখন তাঁদের উপরেও অভিষেকের নাম বকার জন্য ‘চাপ’ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কুন্তলের চিঠি সংক্রান্ত মামলাটি এর পর বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল। এই মামলার তাঁর পর্যবেক্ষণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। তারপর এই মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে ইডি এবং সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে পাল্টা আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এই মামলা চলে যায় সুপ্রিম কোর্টে। সেখান থেকে সেই মামলা আবার ফেরে হাই কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরে যায়। এর পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই মামলা  বিচারপতি সিনহার এজলাসে চলে যায়। অমৃতা সিনহা এই মামলার রায়ে বৃহস্পতিবার বলেন, আদালতের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের যে আবেদন অভিষেক করেছিলেন, তার কোনও সারবত্তা খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে অভিষেক এবং কুন্তলকে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার টাকা অবিলম্বে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবাট সেই আবেদনও জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না বেঞ্চ।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অমৃতা সিনহার রায়ের পর জানিয়েছিলেন, তিনি যে কোনো এজেন্সির ডাকে যেতে প্রস্তুত। পাশাপাশি বলেছিলেন আইনানুযায়ী ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা তার কাছে এখনও খোলা আছে।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!