Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৬, ২০২৩

“টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন”, এথিক্স কমিটির দ্বিতীয় শুনানির দিন ৭ থেকে পিছিয়ে ৯ নভেম্বর হল

আরম্ভ ওয়েব ডেস্ক
“টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন”, এথিক্স কমিটির দ্বিতীয় শুনানির দিন ৭ থেকে পিছিয়ে ৯ নভেম্বর হল

টাকার বিনিময়  প্রশ্ন নিয়ে এথিক্স কমিটির বৈঠক পিছিয়ে গেল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল ৭ নভেম্বর, মঙ্গলবার। সোমবার জানা গেছে, সেই বৈঠক হবে আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার। কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগের বিষয়ে আগেই এথিক্স কমিটির একটি বৈঠক হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার ওই বৈঠকের মাঝপথেই বেরিয়ে আসেন মহুয়া মৈত্র। মহুয়া সেদিন অভিযোগ করেন, তাঁকে আপত্তিকর প্রশ্ন করা হয়। এ নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও  দিয়েছেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ। তার পর জানা গিয়েছিল, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আবার মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে এথিক্স কমিটি। ওই দিনই তদন্ত রিপোর্টের খসড়া তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে সোমবার হঠাৎই বদলে গেল বৈঠকের দিন।

প্রসঙ্গত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে শুনানি করেছে লোকসভার এথিক্স কমিটি। নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। নিশানা করেছেন শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। স্পিকারকে চিঠি দিয়ে মহুয়ার সাসপেনশনের দাবিও তোলেন তিনি। এর পরেই হীরানন্দানি হলফনামা দিয়ে জানান, মহুয়ার সংসদের লগইন আইডি জেনে তাতে প্রশ্ন পোস্ট করতেন তিনি। তবে ঘুষের অভিযোগ মানেননি। মহুয়াও নিজের লগইন আইডি দেওয়ার কথা স্বীকার করলেও ঘুষ নেওয়ার অভিযোগ মানেননি।

গত বৃহস্পতিবার মহুয়ার বক্তব্য শুনেছে বিজেপি সাংসদ বিনোদ সোনকারের নেতৃত্বাধীন এথিক্স কমিটি। ১৫ জন সদস্যের প্যানেলে ছিলেন বিরোধী সাংসদেরাও। তৃণমূল সাংসদ বৈঠক শেষ না হতেই বেরিয়ে গিয়ে জানিয়েছিলেন, তাঁকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের মাধ্যমে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন মহুয়া। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে। সোনকার পাল্টা অভিযোগ করেন, মহুয়া তদন্তে ‘অসহযোগিতা’ করেছেন। বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী জানান, মহুয়া সব ধরনের শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন।
অন্য দিকে, মহুয়া জানান, বৈঠকে তিনি গালে হাত রেখেছিলেন তা নিয়েও ‘বাজে’ কথা বলা হয়েছে। তাঁর কথায়, ‘‘ওঁরা সব কিছুই ধরছিলেন। বাজে কথা বলছিলেন। ওঁরা বলেন, ‘আপনার চোখে জল’। আমার চোখে কি জল? আপনারা দেখতে পারছেন?’’ অন্য এক বিরোধী সাংসদ বৈঠক থেকে বেরিয়ে আসার প্রসঙ্গে বলেন, ‘‘এটা অতিরিক্ত ছিল।’’ মহুয়াকে যে ভাবে প্রশ্ন করা হয়েছে, তা নিয়ে সরব হয়েছেন বিএসপির সাংসদ দানিশ আলি। সূত্রের খবর, মহুয়া রাতে কোন হোটেলে ছিলেন, কার সঙ্গে কথা বলেছেন, এ ধরনের ‘ব্যক্তিগত’ বিষয়েও প্রশ্নও করেছেন কমিটির প্রধান সোনকার। যদিও কমিটির তরফে সোনকার জানান, আরও প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্যই বেরিয়ে যান মহুয়া। তিনি এও দাবি করেছেন, মহুয়া বৈঠকে কিছু ‘আপত্তিকর শব্দ’ ব্যবহার করেছেন।
মহুয়া এথিক্স কমিটির চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলেন, তিনি দর্শন ও জয় আনন্দকে প্রশ্ন করতে চান। পাশাপাশি বলেন, তাঁর বিরুদ্ধে যাঁরা অভিযোগ করছেন অভিযোগ প্রমাণের দায় তাঁর বা তাঁদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!