Advertisement
  • এই মুহূর্তে
  • মে ১২, ২০২২

হাসিনার নামে পদ্মাসেতু! প্রস্তাবে ‘না’ প্রধানমন্ত্রীর। উদ্বোধন জুনের শেষে।

বিশ্বের অন্যতম দীর্ঘ সেতুটির নামকরণ হাসিনার নামে করার প্রস্তাব এসেছে।

হাসিনার নামে পদ্মাসেতু! প্রস্তাবে ‘না’ প্রধানমন্ত্রীর। উদ্বোধন জুনের শেষে।

বাংলাদেশের স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন হবে আগামী জুন মাসের শেষে। বুধবার ঢাকার সেতুভবনে বৈঠকের পর সড়ক পরিবহণমন্ত্রী ও আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দৃঢ়তার সঙ্গে বলেছেন, সেতুর উদ্বোধন নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই। আগামী মাসের শেষে দিকেই পদ্মাসেতুর উদ্বোধন হবে। প্রস্তুতি চলছে। সেতু নির্মাণের কাজ শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে বৈঠকের সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

বিশ্বের অন্যতম দীর্ঘ সেতুটির নামকরণ হাসিনার নামে করার প্রস্তাব এসেছে। প্রস্তাবের অনুরোধ বারবার প্রধানমন্ত্রী প্রত্যাখান করেছেন। আবার সে প্রস্তাব পাঠানো হবে ।
বাংলাদেশ নিজের খরচে সেতুটি নির্মাণ করছে। যন্ত্রাংশ ও কারিগরি প্রযুক্তি সরবরাহে কোনও কোনও বন্ধুদেশ সাহায্য করছে। কথা ছিল, তহবিল সরবরাহে আন্তর্জাতিক একটি সংস্থা পাশে দাঁড়াবে। কিন্তু শুরুতেই বিতর্ক দেখা দিলে বাংলাদেশ সিদ্ধান্ত নেয়, নিজের টাকায় সেতু গড়বে। উল্লেখ করা প্রয়োজন, শেখ হাসিনার আমলে সেতুও গড়ে ওঠে। নদীময় বাংলাদেশ, এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের সংযোগ বাড়াতে এরকম বহু বড়ো বড়ো ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজ নির্মাণ, সড়ক নির্মাণ এবং দীর্ঘ উড়াল সেতুর নির্মাণ বাংলাদেশের উন্নয়ণশীল উজ্জ্বল অভিমুখ হয়ে উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!