- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১০, ২০২৪
সুবিচারের দাবিতে এবার মুর্শিদাবাদ হাসপাতালে চিকিৎসকদের গণ ইস্তফার প্রস্তাব
গতকাল, ৯ই সেপ্টেম্বর ছিল আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ৩১ বছর বয়সী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার দ্বিতীয় শুনানি। গত একমাস ধরে জুনিয়ার চিকিৎসকেরা এই ধর্ষণ এবং খুনের ন্যায় বিচারের দাবিতে এবং নিজের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে অবস্থানরত।
এরই মাঝে গতকাল সুপ্রিম কোর্ট, জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়ার চিকিৎসকদের কর্মক্ষেত্রে ফিরতে হবে, নাহলে রাজ্য যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তবে সুপ্রিম কোর্ট সেখানে কোনোরূপ হস্তক্ষেপ করবে না। এই রায়ের কিছু ঘন্টার মধ্যেই ডাক্তাররা জানান, তাঁরা আজ পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করবেন। সে দাবি যদি মেটে তবে তারা পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে ভেবে দেখবেন।
এরই মধ্যে গণ ইস্তফার পথে হাঁটতে চলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সিনিয়র এবং রেসিডেন্ট বডির চিকিৎসকেরা। হাসপাতালের জেনারেল বডি মিটিং এ এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের সিনিয়র চিকিৎসক দীপায়ন তরফদার। বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা প্রতিবাদ সভায় এলে, এই প্রস্তাব জনসমক্ষে পেশ করা হয়।
বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে। রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর গলাতেওডাক্তারদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ শোনা যায়।
❤ Support Us