- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১, ২০২৩
শুরু হল “ইন্ডিয়া” জোটের তৃতীয় বৈঠক। আজই অভিন্ন ন্যূনতম কর্মসূচি ঘোষিত হওয়ার সম্ভাবনা, প্রকাশ হবে “ইন্ডিয়া” জোটের লোগো

মুম্বইয়ে তৃতীয় বারের জন্য “ইন্ডিয়া” জোটের বৈঠকে উপস্থিত হয়েছেন মামাত বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি সহ ২৮ দলের নেতৃত্ত্ব। বাংলার মুখ্যমন্ত্রী এই বৈঠকে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা বৈঠকে বসতে চলেছি। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন হবে\ তখন আপনাদের প্রশ্নের উত্তর দেব।”
শুক্রবারের বৈঠকে “ইন্ডিয়া” জোটের নির্বাচনী রণকৌশল স্থির হবে। সমন্বয় কমিটি গঠন হবে, প্রকাশ হবে “ইন্ডিয়া” জোটের লোগো। আজই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে আসন বন্টনের বিষয়টি ছাড়াও অভিন্ন ন্যূনতম কর্মসূচি ঘোষিত হবে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের বৈঠকে বলেন, “সময় নষ্ট না করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সময় নষ্ট করা যাবে না।”
এদিকে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর লোকসভার বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রের মোদি সরকার। রাহুল গান্ধি এই বিশেষ লোকসভার অধিবেশন প্রসঙ্গে আশংকা প্রকাশ করে বৃহস্পতিবার বলেছেন, এক দেশ, এক নির্বাচন বিল এই লোকসভার বিশেষ অধিবেশনে পাশ হতে পারে। কেননা আদানি প্রসঙ্গে প্রশ্ন উঠলেই প্রধানমন্ত্রী আতঙ্কিত হয়ে উঠছেন। তাই তিনি চাইছেন দ্রুত এসব প্রকাশ্যে আসার আগে নির্বাচন সেরে নিতে। তাই এগিয়েও আস্তে পারে লোকসভা নির্বাচন।
এদিকে তৃণমূলনেত্রী মমতা বেশ কয়েক মাস আগে থেকেই বলে আসছেন ডিসেম্বর-জানুয়ারিতে বিজেপি লোকসভা নির্বাচন করবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার সভা মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ডিসেম্বর-জানুয়ারিতে লোকসভা নির্বাচন করতে পারে কেন্দ্র।”
যদি সত্যিই কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা নির্বাচন এগিয়ে আনে, তার সঙ্গে দেশের সব রাজ্যের বিধানসভা নির্বাচনও করার আয়োজন করে, তাহলে হাতে আর সময় নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে আগে এক জনসভায় বলেছিলেন, দেশের সব নির্বাচন একসঙ্গে হলে উন্নয়নে কাজ করার ক্ষেত্রে সমস্যা হয় না। এদিকে “একদেশ এক ভোট” নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির সভাপতিত্বে গঠিত হল কমিটি।
সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনেই “ইন্ডিয়া” জোটের যৌথ কর্মসূচি নিয়ে এগোতে চাইছে ২৮টি বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা ।
❤ Support Us