শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চিকিৎসকদের ভয়ানক গাফিলতি পাকিস্তানে। পাকিস্তানের সিন্ধ প্রদেশে জন্মের মুহূর্তে সিজার করে গিয়ে সদ্যোজাতর মাথা কেটে ফেললেন চিকিৎসকরা। এরপর দেহ থেকে বিচ্ছিন্ন মাথা মায়ের গর্ভের মধ্যেই রেখে দিলেন । প্রসুতির স্বাস্থ্য নিয়েও ঘোর সঙ্কট । ঘটনার পর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সিন্ধ প্রশাসন। দোষিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে বলা হয়েছে। সদ্যজাতের মা প্রথমে একটি গ্রামীন হাসপাতালে আসেন। সেখানে মহিলা চিকিৎসক নেই। অনভিজ্ঞ চিকিৎসাকর্মীরাই মহিলার অস্ত্রপোচার করেন।তাঁদের ভুলেই এই কাণ্ড ঘটেছে । সদ্যোজাতের ছিন্ন মুন্ডু মহিলার গর্ভের থেকে যায়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁর জরায়ু। পরে তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা অস্ত্রোপচার করে মহিলার গর্ভ থেকে শিশুটির মাথাটি বের করে আনেন। মহিলা চিকিৎসাধীন । সিন্ধ প্রদেশের স্বাস্থ্য অধিকর্তা জামান বাহাতো দ্রুত তদন্ত করে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সিজার প্রক্রিয়ায় এই ধরনের অঘটন সচরাচর দেখা যায় না । এই উপমহাদেশের গ্রামীণ হাসপাতালে চিকিৎসার অব্যবস্থা যে কী করুণ আর সঙ্কটাপন্ন সে চিত্র বেরিয়ে এল । শহরের হাতুড়ে ডাক্তাররাও এরকম মধ্যযুগীয় অস্ত্রোপচার চালিয়ে প্রসুতি আর সদ্যজাতদের রেহাই হীন সঙ্কটের মুখে ফেলে দেন । ভারতের অবস্থা অপেক্ষাকূত ভালো। অত্যাধুনিক চিকিৎসা বিরল নয়। হাতুড়ে ডাক্তারদের দাপট কমছে। কোথাও দুর্ভাগ্যজনক অঘটন ঘটলে প্রশাসনের সতর্কতা ঝাঁপিয়ে পড়ে ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34