Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৯, ২০২৩

“বকেয়া নিয়ে পদক্ষেপের আশ্বাস”, অভিষেকদের সঙ্গে বৈঠক শেষ করেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল বোস

আরম্ভ ওয়েব ডেস্ক
“বকেয়া নিয়ে পদক্ষেপের আশ্বাস”, অভিষেকদের সঙ্গে বৈঠক শেষ করেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল বোস

রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে ২০ মিনিট সময় ধরে। বৈঠক শেষে প্রতিনিধি দল নিয়ে রাজভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক। তৃণমূলের সঙ্গে বৈঠকের পর রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যপাল ধৈর্য ধরে অভিষেকদের বক্তব্য শুনেছেন। আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এবং বাংলার মানুষের হিতার্থে যা করণীয়, তা করবেন।
এদিকে বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক ভাল হয়েছে। আমরা একটি স্মারকলিপি দিয়েছি। চিঠিগুলো দিয়ে এসেছি।” তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন। এদিকে এই প্রসঙ্গে রাজভবন থেকে বেরিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও বক্তব্য এখনও রাখেননি।
তৃণমূলের দাবি, “কেন্দ্রীয় বঞ্চনা”-র শিকার, এমন শ্রমিকেরাই ৫০ লক্ষ চিঠি লিখেছেন। ২০ মিনিটের বৈঠক শেষে তৃণমূলের প্রতিনিধি দল জানায়, বৈঠক ফলপ্রসূ হয়েছে। রাজ্যপাল ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করবেন। রাজভবন থেকেও বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন। এর পরেই রাজভবন সূত্রে সন্ধ্যায় রাজ্যপালের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার খবর প্রকাশ্যে এল। জানা যাচ্ছে জরুরি তলব পেয়ে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

পূর্ব ঘোষণা মতো ২০ লক্ষ কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের চিঠি ও কয়েকজন বঞ্চিতকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি কাঁধে নিয়ে অভিষেক ও ৩০ জন তৃণমূল প্রতিনিধি রাজভবনে গিয়েছিলেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এখন পালানোর পথ খুজঁছে তৃণমূল।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!