Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

তৃণমূলের আইটি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্বে দেবাংশু

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের আইটি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্বে দেবাংশু

দলের ও সরকারের বিরুদ্ধে মিথ্যা খবর রুখতে আরও সক্রিয় হল তৃণমূলের আইটি সেল। প্রশ্ন তাহলে কী এতদিন নজরদারি ছিলই না? উত্তর অবশ্যই ছিল। তবে ভুয়ো খবর রুখতে এবার আরও কড়া হল তৃণমূলের আইটি সেল। নতুন করে আইটি ও সোশ্যাল মিডিয়া সেল ইউনিট তৈরি করল তৃণমূল দল।

তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যকে আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল এর আগে। তবে এতদিন পূর্ণাঙ্গ কোনও কমিটি ছিল না। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হল সেই আইটি সেলের কমিটি। এই প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য জানান, রাজ্যের বিরোধী দল-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিন ধরেই তা শক্ত হাতে রোখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে এবার কমিটি গঠন করে এই কাজ হবে। এই কমিটিতে বহু ক্ষেত্রের বিশিষ্টজনেরা রয়েছেন। ফলে ভুয়ো খবর আটকানোর প্রক্রিয়া এবার আরও জোরদার করা সম্ভব হবে।

দেবাংশু বলেন, “সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি আর ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুবর পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। এবার নতুন করে কিছু করার সুযোগ পাব। আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল যে সোশ্যাল মিডিয়াকে আরও বেশি করে কাজে লাগিয়ে জোরকদমে প্রচারে নামতে চাইছে এসব তারই অঙ্গ। তবে পূর্ণাঙ্গ আইটি সেল ও সোশ্যাল মিডিয়া কমিটি গঠনের কাজ হলেও এসবের মাথায় দেবাংশু ভট্টাচার্যকেই রাখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!