- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২, ২০২৪
আইএস এফ কর্মী খুনে জামিনে মুক্ত আরাবুল

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিনে ভাঙরে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে নাম জড়ায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলামের ।শুধু খুন নয়,সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ ওঠে। তাঁকে উত্তর কাশীপুর থানার পুলিশ আটক করে।
পুলিশের মিথ্যা অভিযোগে তাঁকে আটক করেছে,এমন অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী।উচ্চ আদালতে কয়েকবার জামিনের আবেদন জানানো হলেও কোনও লাভ হয়নি। এক বছর কেটে যাওয়ার পর,আজ আরাবুলের জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট।
আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।ভাঙর কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা থেকে শুরু করে একাধিক অভিযোগ ওঠে। ২০১৪ সালে ছ বছরের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। যদিও মাত্র দেড় বছরের মধ্যেই আবার দলে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে।
২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার শেষদিনে মইনুদ্দিন মোল্লা নামে এক আইএস এফ কর্মীকে হত্যার অভিযোগ উঠেছিল। আজ আদালত সেই মামলায় জামিনের মুক্তি দিল ভাঙরের প্রাক্তন বিধায়ককে।
❤ Support Us