Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ৩১, ২০২৩

ইডির ভূমিকা নিয়ে ফের হাই কোর্টে অভিষেক, কী ভাবে একই মামলায় ফের নতুন করে পদক্ষেপ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডির ভূমিকা নিয়ে ফের হাই কোর্টে অভিষেক,  কী ভাবে একই মামলায় ফের নতুন করে পদক্ষেপ?

নিয়োগ দুর্নীতির মামলায় ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই মামলার ভিত্তিতে কী করে পৃথক তদন্ত শুরু হতে পারে ? এই বিষয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে ইডির মামলা খারিজের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাঁর বক্তব্য, ইডির মামলা বা ইসিআইআর খারিজের আবেদন আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার রায় ঘোষণাও বাকি রয়েছে। তার আগেই আবার কি সমন পাঠানো যায়? আদালতে বিষয়টি দ্রুত শুনানি করে দেখার আর্জি জানানো হয় অভিষেকের তরফে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, দু’টি মামলার যোগসূত্রই দেখবে আদালত। সেই যোগসূত্র দেখে সন্তুষ্ট হলে মামলার শুনানি হবে। না হলে হবে না। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

“লিপস অ্যান্ড বাউন্ডস”-এ ইডি তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ইতিমধ্যেই হাতে পেয়েছে। সেই নথির ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করছে ইডি। এখানেই অভিষেকের আইনজীবীর প্রশ্ন, একই ইসিআইআর-এর ভিত্তিতে কী করে নতুন পদক্ষেপ করা হয়? এর কারণ হিসাবে বলা হচ্ছে, অভিষেকের বিরুদ্ধে ইডির নিয়োগ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এখনও ওই মামলায় রায় ঘোষণা হয়নি। তা সত্ত্বেও এই মামলায় ইডি কেন এত সক্রিয়, সেই প্রশ্ন অভিষেকের তরফে তাঁর আইনজীবী আদালতে তুলেছেন। এখন দেখা যাক, শুক্রবার এই মামলার শুনানিতে কী হয় !


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!