Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৩, ২০২৩

থাকছেন না “ইন্ডিয়া”-র সমন্বয় বৈঠকে । “ইডি”- র তলবে সিজিও কমপ্লেক্সের পথে অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
থাকছেন না “ইন্ডিয়া”-র সমন্বয় বৈঠকে । “ইডি”- র তলবে সিজিও কমপ্লেক্সের পথে অভিষেক

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরায় যাবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সাড়ে ১১টায় তিনি ইডির দফতরে পৌঁছবেন। তবে ইডি তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠিন পদক্ষেপ নিতে না পারে তার জন্য মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন কংগ্রেস নেতা এবং আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে ইডি আগেই মৌখিকভাবে হাইকোর্টে জানিয়েছিল কোনও রকম কঠিন পদক্ষেপ ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেবে না। তাই এটা স্পষ্ট হচ্ছে যে আজ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতর সিজিওতে যাবেন, তাঁকে জেরা করা হবে এবং তারপর তিনি বেরিয়ে আসবেন।

সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ইডির ডাকে নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য হাজিরায় যাচ্ছেন বলে দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে “ইন্ডিয়া” জোটের সমন্বয় বৈঠকে যোগ দিতে যাচ্ছেন না। তৃণমূলের তরফে এই কথা শরদ পাওয়ারকে জানিয়ে দেওয়া হয়েছে। আজই সমন্বয় বৈঠকে বিভিন্ন রাজ্যের নিরিখে আলোচনা হওয়ার কথা আছে। তবে এই বৈঠকে অভিষেক থাকতে পারছেন না। অন্যদিকে সিপিএমের তরফে সমন্বয় কমিটিতে এখনও যেহেতু কারও নাম দেওয়া হয়নি, তাই সিপিএম দলের কোনও প্রতিনিধিও এই সমন্বয় বৈঠকে থাকছেন না। তবে অভিষেককে ইডির ডাক নিয়ে এখন “ইন্ডিয়া” জোটকে নিরম্বনায় ফেলা বলে জেট দেখবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে অভিষেককে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির তলবকে যদি “ইন্ডিয়া”জেটের সমস্যা বলে তুলে ধরা হয় তাহলে তাতে সম্মতি সিপিএম দেবে কি না তা আলাদা ভাবে সিপিএম শীর্ষ নেতৃত্ব আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

“ইন্ডিয়া” জোটের সমন্বয় বৈঠকের দিন অভিষেককে ইডির তলবকে “সেটিং” বলে সমালোচনা করেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, “জি ২০ বৈঠকের নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ ও যোগী আদিত্যনাথের সঙ্গে এক টেবিলে বসেই সব সামলে নিয়েছেন। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন, তাঁর কাছে ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকের চাইতে তাঁর কাছে ইডির হাজিরায় যাওয়া বেশি গুরুত্বপূর্ণ,  কেন না তিনি তদন্তে সহায়তা করতে আইনের প্রতি দায়বদ্ধ।”

এদিকে এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “অন্যদের সিবিআই, ইডি ডাকলে, জেল বন্দি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বক্তব্য থাকে না, তিনি বলেন, যার বিষয় সে বুঝবে। অথচ খোকাবাবুকে ডাকলেই দিদি প্রতিবাদ করেন। এটা কেমন ব্যাপার?”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!