Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৬, ২০২৩

১০০ দিনের টাকা সহ অন্যান্য দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের, রামলীলা ময়দানে কর্মীদের থাকার আবেদন জানিয়ে ডিসিপি-কে চিঠি ডেরেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
১০০ দিনের টাকা সহ অন্যান্য দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের, রামলীলা ময়দানে কর্মীদের থাকার আবেদন জানিয়ে ডিসিপি-কে চিঠি ডেরেকের

আগেও একবার চিঠি দিয়ে দিল্লির রামলীলা ময়দানে ২ অক্টোবর ১০০দিনের কাজের টাকার দাবিতে ধর্না কর্মসূচির জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন করে অনুমতি পায়নি তৃণমূল। ফের আগামী ২ অক্টোবর থেকে দিল্লিতে ১০০ দিনের কাজের টাকা না পাওয়া-সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সুরাহা চেয়ে রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে দিল্লির একাধিক জায়গায় ধরনা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকার কথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যাঁরা ধর্নায় শামিল হবেন, রামলীলা ময়দানে তাঁদের থাকার ব্যবস্থা করার আবেদন নিয়ে দিল্লি পুলিশকে চিঠি পাঠালেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। দরিয়াগঞ্জ থানার ডিসিপি-কে চিঠি লিখে রামলীলা ময়দানে তাঁদের থাকার আবেদন জানান তিনি। পাশাপাশি আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ডেরেক তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের । এই কর্মসূচিতে শামিল হবেন রাজ্যের বহু মানুষ। রামলীলা ময়দানে তাঁদের থাকার জন্য তাঁবু তৈরি করতে চায় তৃণমূল। সেই অনুমতি চাওয়া হয়েছে দরিয়াগঞ্জ থানার কাছে। এর আগে আগস্টের শেষে এই কর্মসূচির কথা দিল্লি পুলিশকে চিঠিতে জানিয়েছিলেন ডেরেক ও ব্রায়েন। শুক্রবারের চিঠিতেও তার উল্লেখ করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র। তবে আগের চিঠির কোনও উত্তর আসেনি বলে ফের ডিসিপি-কে চিঠি পাঠালেন তিনি।

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ১০০ দিনের কাজের টাকা চেয়ে একেবারে দিল্লিতে এবার ধর্নায় বসবেন তৃণমূল দলের নেতা, কর্মীরা। সঙ্গে থাকবেন আমজনতার একটা বড় অংশ। সকলকে দিল্লিতে নিয়ে যাওয়ার দায়িত্ব অভিষেকের, এমনই প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবন-সহ একাধিক জায়গায় ধরনা কর্মসূচি রয়েছে। আর প্রতিবাদের দিন হিসেবে মহাত্মা গান্ধির জন্মদিবসকে বেছে নিয়েছে তৃণমূল। অভিষেকের ঘোষণা পরপরই তার প্রস্তুতি শুরু হয়েছে দলে। দিল্লির ধর্নায় থাকার ইচ্ছে প্রকাশ করেছেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ”বাংলাকে বঞ্চিত করা হয়েছে। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার বঞ্চনা হয়েছে। এর মধ্যে রয়েছে একশো দিনের কাজ, আবাস যোজনা, পেনশন স্কিম, রাস্তার কাজ।” পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, ”১৬ হাজার ১০ কোটি ৮৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে। সবমিলিয়ে ‘বঞ্চনা’ ইস্যুতে রাজধানীর অন্দরে চাপ বাড়াতে সবরকমভাবে তৈরি রাজ্যের শাসকদল তৃণমূল।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!