- দে । শ
- সেপ্টেম্বর ২১, ২০২৩
মহিলা সংরক্ষণ বিল নিয়ে ভাষণ নয়, তৃণমূল সংসদে ৩৭% মহিলা প্রতিনিধি পাঠিয়েছে, তৃণমূলকে সমর্থন করুন, বললেন মহুয়া মৈত্র

মহিলা সংরক্ষণ বিল দ্রুত বাস্তবায়িত করতে হবে, শুধু ভাষণ দিয়ে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ৩৭% মহিলা প্রতিনিধি সংসদে পাঠিয়েছেন, আমাদের সমর্থন করুন, সংসদে মহিলা সংরক্ষণ বিলের ওপর আলোচনায় বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
In an electrifying address, Smt. @MahuaMoitra confronted the need for the Women’s Reservation Bill head-on.
She reminded that the inspiration for this transformative legislation stems from none other than Smt. @MamataOfficial, who, through her visionary leadership, has already… pic.twitter.com/c5sxb4z0rF
— All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023
সংসদে মহিলা সংরক্ষণ বিলের ওপর বলতে উঠে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র খুব যুক্তিপূর্ণ ভাবে তাঁর বক্তব্যে তুলে ধরে বলেন, “আমরা শুধু এই বিলকে সমর্থন করি সেটাই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি এই মহিলা সংরক্ষণ বিলের জন্মদাত্রী। যিনি নিঃশর্ত ভাবে ৩৭ শতাংশ মহিলা সংরক্ষণের নজির রেখেছেন সংসদে, তাঁর দলের মহিলা প্রতিনিধি সাংসদ পাঠিয়ে। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা করেছে। আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করে সংসদে রেকর্ড করিয়ে সারা দেশের কাছে এটা প্রমাণ করতে চাইনি যে আমরা এই মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করছি। আমরা সংসদে তাই মহিলা প্রতিনিধিত্ব বাড়িয়েছি। আপনারা , আপনাদের সরকার শুধু এই মহিলা সংরক্ষণ বিল সংসদে এনে, সেই বিল পাশ করিয়ে রেকর্ড রাখতে চাইছেন, আপনাদের উচিত আমাদের সমর্থন করা, এছাড়া অন্য পথ নেই আপনাদের উচিত সংসদে ৩৩ শতাংশ মহিলা সাংসদ পাঠিয়ে দেখান, আমরা অন্য কোনও বন্দনা চাই না, ধন্যবাদ, আমরা চাই এই বিলের দ্রুত বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনার কাছে একটা এমন মুহূর্ত যখন আপনি আমাদের সকলকে বোঝাতে পারবেন,মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মহিলা সংরক্ষণ বিল দ্রুত বাস্তবায়িত করুন সংসদে আজকের ভোটার মাধ্যমে । ২০২৪ -সালের লোকসভা নির্বাচনে সংসদে ৩৩ শতাংশ মহিলা সাংসদ পাঠিয়ে দেখান, যেটা তৃণমূল ইতিমধ্যেই করে দেখিয়েছে, কোনও রকম শর্ত ছাড়া আমাদের সমর্থন করুন।”
মহুয়া মৈত্র তাঁর বক্তব্যে বুঝিয়ে দিলেন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে শুধু ভাষণ দিয়ে নয়, কাজ করে দেখতে হয়, যেটা তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী করেছেন।
❤ Support Us