Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১২, ২০২৩

“যা বলার সব বলে এসেছি”, ৬ ঘণ্টা ইডির জেরা শেষে বেরিয়ে বললেন নুসরত

আরম্ভ ওয়েব ডেস্ক
“যা বলার সব বলে এসেছি”, ৬ ঘণ্টা ইডির জেরা শেষে বেরিয়ে বললেন নুসরত

বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে টানা ৬ ঘণ্টা ইডির জেরা সামলে বিধাননগরের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন ইডির গোয়েন্দারা। বেরনোর সময় সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তৃণমূল সাংসদ নুসরত। তবে তিনি বলেছেন, “যা বলার সব বলে এসেছি।”

মঙ্গবার তাঁকে ১১টার সময় সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল, তবে নির্দিষ্ট সময়ের প্রায় ১৫ মিনিটের আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন নুসরত। বেলা ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিকেল ৫টার কিছু পরে ইডি দফতর থেকে বেরোন তিনি। নুসরতের দাবি, কোনও প্রতারণায় তিনি যুক্ত নয়। যে সংস্থায় যুক্ত থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সেখান থেকে তিনি ঋণ নিয়েছিলেন। সেই ঋণ সুদ সমেত ফেরতও দিয়েছেন।

এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় নুসরত বলেন, “যা বলার বলে এসেছি।” এর পর বাড়ি ফেরার পথে একটি মন্দিরে পুজো দিতে ঢোকেন তিনি। সেখানেও তিনি বলেন, “আমার যা দেওয়ার ছিল, ওদের যা জানার ছিল জানা হয়ে গেছে। আমাকে আবার ডাকলে আবার যাব।”

নুসরতকে বিরুদ্ধে অভিযোগ ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে তিনি প্রবীন নাগরিকদের প্রতারিত করেছেন। ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে প্রতারিতদের মধ্যে এক প্রবীন ব্যক্তি বলেন, আমাদের বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই। আমাদের মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে নুসরতকে ইডি ডাকায় মনে হচ্ছে এই জন্মে টাকাটা ফেরত পেয়েছি দেখে যেতে পারব, অর্থাৎ নুসরতকে ইডি জেরায় ডাকায় প্রতারিতদের কেউ কেউ আশাবাদী।

এই প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা বলেন, নুসরত তো নিজে স্বীকার করেছেন যে ওই সংস্থার ডিরেক্টর থাকাকালীন সে নিজেই ওই সংস্থা থেকে ঋণ নিয়েছেন। এটা তো টাকা পাচার। ও ইতিমধ্যে অন্য কোথা থেকে ঋণ নেওয়ার কাগজপত্র বানিয়ে ফেলেছে। এদের ছেড়ে রাখলে এরা এই সবই করবে। এদের অবিলম্বে হেফাজতে নেওয়া উচিত। এখন দেখার প্রথম দিনের জিজ্ঞাসাবাদ সেরে বেরোবার পর নুসরতকে ইডি আবার কবে ডাকে জিজ্ঞাসাবাদের জন্য!


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!