Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

মমতা-অভিষেকের দিল্লির ধর্না বাংলা জুড়ে জায়ান্ট স্ক্রিনে দেখাবে তৃণমূল

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতা-অভিষেকের দিল্লির ধর্না বাংলা জুড়ে জায়ান্ট স্ক্রিনে দেখাবে তৃণমূল

আগামী ২ ও ৩ অক্টোবর রাজধানীতে আয়োজিত তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনে দেখাবে তৃণমূল, দলের তরফে এমনই সিদ্ধান্ত নিয়েছে  তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে আগামী ২ ও ৩ অক্টোবর ধর্নায় বসছে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের এই প্রতিবাদের কর্মসূচি যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে তৃণমূল। এই বিষয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লির প্রতিবাদ কর্মসূচি ব্লকের মানুষদের দেখানোর বন্দোবস্ত করতে। তৃণমূল সূত্রে খবর, প্রতিটি ব্লকের বিডিয়ো অফিসের সামনে দু’দিন ধরে দিল্লিতে তৃণমূলের এই  প্রতিবাদ কর্মসূচির সম্প্রচার দেখানোর বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। জেলা সভাপতিরা নির্দেশ পাওয়ার পরেই এই বিষয়ে জেলা কমিটির সঙ্গে বৈঠক শুরু কর দিয়েছেন। বৈঠকে ব্লক সভাপতিদের এই কর্মসূচি রূপায়ণে  ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিডিও অফিসের সামনে যে কর্মসূচির আয়োজন করা হবে তাতে যেন ভালো জনসমাগম হয়, সেই বিষয়টিও জেলা সভাপতিরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ব্লক নেতৃত্ত্বকে।

গত ২১ জুলাই কলকাতার তৃণমূল শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলো কর্মসূচির ঘোষণা করেছিলেন। সেই সময় ঠিক ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা দিল্লি গিয়ে কৃষি ভবনের বাইরে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না দেবেন। কিন্তু শেষ পর্যন্ত দিল্লি পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচিতে বদল করা হয়েছে। ঠিক হয়েছে তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা দিল্লি গিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। গান্ধি জয়ন্তীর দিনে রাজঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক প্রার্থনা করে কর্মসূচির সূচনা করবেন। পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের অফিসে যাবেন পাওনা আদায়ের দাবিতে। তাঁর দফতরে ৫০ লক্ষ চিঠি জমা দিয়ে দাবি আদায়ের পক্ষে সরব হবেন তাঁরা। পরের দিন ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একই দাবিতে ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল। এই দু’দিনের কর্মসূচিই জায়ান্ট স্ক্রিন মারফত ব্লকে ব্লকে সম্প্রচার করা হবে। তৃণমূল মনে করে, “গ্রামীন এলাকার মানুষ যে হেতু সরাসরি ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত, তাই ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দল যে দিল্লিতে প্রতিবাদ করছে তা গ্রামের মানুষের কাছে তুলে ধরতেই এই প্রচারের কৌশল নেওয়া হয়েছে।”
এদিকে বিরোধীরা বলছে, তৃণমূলের পায়ের তোলার মাটি সরে গেছে। তাই তারা লোকসভা নির্বাচনের আগে নিজেদের পলে হাওয়া তোলার জন্য এই পরিকল্পনা নিয়েছে, তবে এতে বিশেষ লাভ হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!