- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৩
মণীশের সুপ্রিম দরবার ! সিসোদিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে হাতকড়া পরে আপ কর্মীদের অভিনব প্রতিবাদ

সিবিআইএর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। রবিবার আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার মামলা আদালতে উঠলে তাঁকে পাঁচদিনের সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারপতি নাগপাল। কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ দেখিয়েছেন আপ নেতা কর্মী সমর্থকরা। মামলা এবার শীর্ষ আদালতে। মঙ্গলবার দিনের শেষে মামলার শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত বলা প্রয়োজন, দু বছর আগেকার দিল্লির আপ সরকারের আবগারি নীতি প্রণয়নে বিস্তর গরমিলের অভিযোগের তদন্ত করছে সিবিআই। এ ব্যাপারে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিলেন সিসোদিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি মদের দোকান বন্ধ করে বেসরকারি মালিকানাধীন মদের দোকানগুলোকে অবৈধভাবে লাইসেন্স দেওয়া হয়। আবগারি দফতর যেহেতু সিসোদিয়ার দায়িত্বে, তাই অভিযোগের আঙুল প্রথমে তাঁর দিকেই ওঠে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুরোধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র।
তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা উপমুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালান। পরীক্ষা করে দেখান ব্যাঙ্কের লকারে । তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ পাওয়ার পর রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই কর্তারা। দীর্ঘ আট ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারী আধিকারিকদের দাবি, বহু প্রশ্নের সদুত্তর দেননি তিনি। সে কারণেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।
কেন্দ্রীয় গোয়েন্দারা আদালতে জানিয়েছেন, পানীয় বিক্রয়কারী সংস্থাগুলির স্বার্থেই আবগারি নীতির খসড়ায় বদল আনা হয়েছিল। বিনিময়ে ১০০ কোটি টাকার লেনদেনের অভিযোগ আনেন তাঁরা। সিবিআই আরো জানিয়েছে, সিসোদিয়ার কম্পিউটার থেকে আবগারি নীতির খসড়ার একটি নোট মিলেছে। তাঁদের অভিযোগ, আবগারি কমিশনারকে ওই নোট দিয়েছিলেন সিসৌদিয়া। যদিও তার সঙ্গে আইনি উপদেষ্টাদের যে পরামর্শ ছিল, সেই অংশ বাদ দিয়েছিলেন।
দিল্লির উপমুখ্যমন্ত্রী ছাড়াও অর্থ ও শিক্ষা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন সিসোদিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিসোদিয়ার গ্রেফতারিকে কেন্দ্রের ‘নোংরা রাজনীতি’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। বিরোধিতায় সরব আপ কর্মী সমর্থকেরা । দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ জানাচ্ছেন তাঁরা। রাজধানীর রাস্তায় বিজেপি সরকারের বিরুদ্ধে হ্যান্ডকাফ পরে প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব সিসোদিয়াকে ছেড়ে দিতে হবে। দলীয় সদস্যদের তীব্র প্রতিবাদ বিক্ষোভের মাঝেই সুপ্রিম কোর্টে গেলেন মনীশ। তাঁর হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি।
❤ Support Us