শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মুজাফফরনগরে স্কুলের শিক্ষিকা জানিয়েছেন তিনি কোনও ভাবেই কোনও মুসলিম ছাত্রের ওপর কোনও রকম ঘৃণা ও বিদ্বেষমূলক কাজ করতে বা তাঁর স্কুলের কোনও ছাত্রকে তারই সহপাঠীকে চড় মারতে উৎসাহিত করেননি। তবে ওই শিক্ষিকা স্বীকার করে নিয়েছেন যে তাঁর সামনে যে ঘটনা ঘটেছে অর্থাৎ এক ছাত্র তাঁর সহপাঠীকে চড় মারছে, সেটা করতে দেওয়া তাঁর ঠিক কাজ হয়নি।
ওই শিক্ষিকার বক্তব্য, যে ভিডিও ভাইরাল হয়েছে তা কেটেছেঁটে প্রকাশ করা হয়েছে। “মুসলিম” শব্দটি তিনি যে পরিপ্রেক্ষিতে বলেছেন সেই অর্থ ভাইরাল ভিডিওতে স্পষ্ট নয়।ওই শিক্ষিকা বলেন, “মুসলিম মায়েরা চান পরীক্ষা ভালো হওয়ার জন্য ছাত্রদের শিক্ষিকারা বা স্কুল থেকে কিছুটা চাপে রাখা হোক। সেই পরিপ্রেক্ষিতেই ‘মুসলিম’ শব্দটি এসেছে। এর মধ্যে অন্য কোনও উদ্দেশ্য আমার ছিল না।”
এদিকে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের এই স্কুলের ভাইরাল ভাইরাল ভিডিও এখন রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে বিজেপি বিরোধীদের কাছে। ইতিমধ্যেই অখিলেশ যাদব এই ভাইরাল ভিডিও নিয়ে বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়ানোর রাজনীতি করার অভিযোগ তুলে বলেছেন, এই ভাইরাল ভিডিও জি-২০ সম্মেলনে, যা দিল্লিতে হতে চলেছে, সেখানে দেখানো হোক। তাহলে প্রমাণ হবে বিজেপি ঘৃণার, বিদ্বেষের রাজনীতি করছে বলে বিরোধীরা যে অভিযোগ করে তা সত্য। এদিকে এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শাসক-বিরোধী রাজনীতির ময়দানে নেমে পড়েছে। তার মধ্যেই মুজাফফরনগরের ওই শিক্ষিকার বক্তব্য সম্বলিত ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি বলছেন, তিনি মুসলমানদের প্রতি ঘৃণা, বিদ্বেষ ছড়াতে কোনও ভাবেই “মুসলিম” শব্দটি বলেননি, তবে তাঁর সামনে এক ছাত্র অন্য ছাত্রদের গালে চড় কষাচ্ছে এই ঘটনাটা হতে দেওয়া তাঁর পক্ষে ঠিক কাজ হয়নি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34