- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ২৯, ২০২৫
সুনীতাদের ফেরানোর জন্য ইলন মাস্কের সাহায্য চাইলেন ডোনাল্ড ট্রাম্প

দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে দ্রুত পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইলন মাস্কের সাহায্য চাইলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি করেছেন ইলন মাস্ক। ২০২৪ সালের জুন মাস থেকে মহাকাশ স্টেশনে আটকে পড়েছেন সুনীতা ও বুচ।
স্পেসএক্সের সিইও দাবি করেছেন যে, প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এতদিন অসহায় অবস্থায় ফেলে রেখেছে। যদিও নাসা ইতিমধ্যেই উভয় মহাকাশচারীকে ফেরত নিয়ে আসার জন্য কয়েকমাস আগে স্পেসএক্সের শরণাপন্ন হয়েছিল। ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘@POTUS @SpaceX-কে @Space_Station এ আটকে পড়া ২ জন মহাকাশচারীকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে আনতে বলেছে। আমরা সেটা করব।’ তিনি আরও লিখেছেন, ‘জো বাইডেন প্রশাসন তাদের এতদিন সেখানে যেভাবে আটকে রেখেছে, সেটা খুবই ভয়ঙ্কর।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্পেসএক্স শীঘ্রই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কয়েক মাস ধরে আটকে থাকা দুই আমেরিকান মহাকাশচারীকে ফিরিয়ে আনার মিশন শুরু করবে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইলন শীঘ্রই তার পথে যাবে। আশা করি, সবাই নিরাপদে থাকবে। শুভ কামনা ইলন!!!’ মিশনটি কখন শুরু হবে, তা অবশ্য উল্লেখ করেননি ট্রাম্প। নাসা জানিয়েছে, দুই মহাকাশচারীই সুস্থ ও ভাল রয়েছেন।
বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস ২০২৪ সালের জুনে বোয়িং–এর স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টশেনে পৌঁছন। স্পেস স্টেশনে পৌঁছানোর পর বোয়িং মহাকাশযানের সমস্যা দেখা যায়। সমস্যা বোঝার জন্য নাসা কয়েক সপ্তাহ ধরে কাজ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ক্রুদের সাথে স্টার্টলাইনার ফেরত দেওয়া খুব ঝুঁকিপূর্ণ।
এরপরে, ২০২৪ সালের আগস্টে মহাকাশ সংস্থা ঘোষণা করেছিল যে, স্পেসএক্সকে স্পেসএক্স ক্রূ–৯ ক্যাপসুলে উইলিয়ামস এবং উইলমোরকে ফিরিয়ে নিয়ে আসবে। সেপ্টেম্বরে স্পেসএক্স ড্রাগনে লঞ্চ করতে প্রস্তুত চার ক্রু সদস্যের মধ্যে দুজনকে সরিয়ে দিয়েছে। ডিসেম্বরে আরও একটি বিলম্ব হয়েছিল, কারণ স্পেসএক্সের সর্বশেষ ড্রাগন মহাকাশযানে কাজ করার জন্য আরও সময় প্রয়োজন। এর অর্থ হল দুই বোয়িং মহাকাশচারী সহ ক্রু–৯, ক্রু-১০ মহাকাশ স্টেশনে পৌঁছানোর পরে মার্চের শেষের দিকে পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু মাস্কের সর্বশেষ পোস্টে মনে করা হচ্ছে, ‘ফ্রিডম’ নামের ক্রু ড্রাগন ক্যাপসুলটি উইলমোর এবং উইলিয়ামসকে দ্রুত ফিরিয়ে নিয়ে আসবে।
❤ Support Us