Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২, ২০২৩

কলেজ-বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদির ছবি দিয়ে সেলফি পয়েন্ট করার নির্দেশ দিল ইউজিসি

আরম্ভ ওয়েব ডেস্ক
কলেজ-বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদির ছবি দিয়ে সেলফি পয়েন্ট করার নির্দেশ দিল ইউজিসি

সম্প্রতি ইউজিসি’র তরফে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের কাছে নির্দেশ দিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে একটি বিশেষ সেলফি পয়েন্ট তৈরি করতে হবে। সেই সেলফি পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নানা সময়ের, নানা ভঙ্গির ছবি, কাট আউট রাখতে হবে। নরেন্দ্র মোদির সেই ছবির সামনে দাঁড়িয়ে সেলফি তুলবেন পড়ুয়া এবং শিক্ষকরা। এমন আজব নির্দেশ ইউজিসি কি ভাবে দিতে পারল তা নিয়ে শিক্ষা মহলে বিতর্কের ঝড় উঠেছে। অনেকে মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপির এটা নতুন প্রচার কৌশল, নরেন্দ্র মোদিকে সামনে রেখেই যে বিজেপি লোকসভা নির্বাচনে লড়াইয়ে নামতে চলেছে, আর এই প্রচারের জায়গা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকেও বাদ দিচ্ছে না বিজেপি।

কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই সেলফি পয়েন্ট করার সঙ্গে লেখা পড়ার কোনও সম্পর্ক নেই। শিক্ষক মহলের অভিমত, শিক্ষা প্রতিষ্ঠানে এক তরফ ভাবে বিজেপি ইউজিসি-র মাধ্যমে শিক্ষাঙ্গনে গৈরিকীকরণ করতে চাইছে। ইউজিসির নতুন এই নির্দেশিকা নিয়ে সোজা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে সমালোচনা করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলছেন, আমাদের দেশে পিএম মানে প্রধানমন্ত্রী নয়, ফটো মন্ত্রী।

ইউজিসি তাদের নির্দেশিকায় উল্লেখ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নানা সময়ের, নানা ভঙ্গির ছবি, কাট আউট থাকবে ওই সেলফি জোনের ব্যাকড্রপে, সেগুলি থ্রি-ডি ইফেক্ট সমন্বিত হতে হবে। কোন কোন ছবি থাকবে তার একটি তালিকা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, জি-২০ সম্মেলন, চাঁদে অভিযান ইত্যাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। আর প্রধানমন্ত্রীর এই ছবির সামনে দাঁড়িয়েই সেলফি তুলবেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক কিংবা অন্যান্য অতিথিরা। সেলফি তোলার জন্য তাঁদের উৎসাহ দেওয়ার কথাও কর্তৃপক্ষকে মনে করিয়ে দিয়েছে ইউজিসি। প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় এই সেলফি পয়েন্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি কী যুব সমাজের মধ্যে নিজেকে তুলে ধরতে চাইছেন? সেই প্রশ্নও কেউ কেউ করছেন । এই নির্দেশিকায় ক্ষুব্ধ ডেরেক ও’ব্রায়েন সোশাল মিডিয়ায় লিখেছেন, “পিএম মানে ফটো মন্ত্রী।” প্রধানমন্ত্রীকে তাঁর প্রশ্ন, মাননীয় নরেন্দ্র মোদি আপনি কি জানেন, ইউজিসি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে একটি করে সেলফি পয়েন্ট তৈরির নির্দেশ দিয়েছে, আপনার ছবি দিয়ে।”

প্রশ্ন উঠছে পয়সা দিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে ছাত্র-ছাত্রীরা। তাদের নিজস্ব রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতেই পারে। সেখানে জোর করে কেন প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে দাঁড়িয়ে সেলফি তোলার জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে করা হবে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেও তিনি তো বিজেপি দলের নেতা। আর প্রধানমন্ত্রী চাইলেই কী ইউজিসি এই জাতীয় সিদ্ধান্ত নিতে পারে?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!