Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২১, ২০২২

আবার কি বরিস জনসন হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী?‌ জানা যাবে আগামী সপ্তাহেই

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার কি বরিস জনসন হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী?‌ জানা যাবে আগামী সপ্তাহেই

ব্রিটেনে আবার ক্ষমতায় ফিরতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিমধ্যেই তিনি ৫০ জন সাংসদের সমর্থন আদায় করে নিয়েছেন। নিজের দল কনজার্ভেটিভ পার্টির ১০০ জন সাংসদের সমর্থন পেলেই তিনি ১০ নং ডাউনিং স্ট্রিটের চেয়ারে বসবেন। যদি বরিস জনসন আবার ক্ষমতায় আসেন, তাহলে তিনিই হবে ব্রিটেনের ইতিহাসে তৃতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়ে আবার পদে বসবেন।

বরিস জনসন ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ঋষি সুনাক ও পেনি মর্ডন্ট। তবে জনসনের থেকে এই দুজন অনেকটাই পিছিয়ে রয়েছেন। ঋষি সুনাক এখনও পর্যন্ত ৩৯ জন সাংসদের সমর্থন আদায় করতে সমর্থ হয়েছেন। অন্যদিকে পেনি মর্ডন্টের দিকে সমর্থন রয়েছে ১৭ জন সাংসদের। প্রধানমন্ত্রী হতে গেলে ১০০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। জনসন ব্যক্তিগতভাবে কনজার্ভেটিভ পার্টির সাংসদদের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁকে সমর্থন দেওয়ার জন্য। ব্রিটেনে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বরিস জনসনই এখনও পর্যন্ত কনজার্ভেটিভ পার্টির সদস্যদের কাছে সবচেয়ে প্রিয় নেতা। এই কারণেই বেশ কয়েকজন টোরি সাংসদ বরিস জনসনকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন।

টেরিজা মে পদত্যাগ করার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন বরিস জনসন। সাধারণ ভোটেও তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ৩ বছর ৪৫ দিনের মাথায় তাঁকে বিদায় নিতে হয়েছিল। জনসনের বিদায়ের পর লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। কিন্তু তিনিও বেশিদিন টিকতে পারেননি। মাত্র ৪৫ দিনের মাথায় লিজ ট্রাস পদত্যাগ করেন। ব্রিটেনের ইতিহাসে স্বল্পকালের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন। টোরি দলের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠার পরে লিজা ট্রাস পদত্যাগ করেন। পদত্যাক করার সময় তিনি বলেন, ‘‌এক সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে। ততদিন পর্যন্ত আমিই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাব।’‌

বরিস জনসনের পদত্যাগের পর দলের নেতৃত্বের লড়াইয়ের ঋষি সুনাককে হারিয়ে জিতেছিলেন ৪৭ বছর বয়সী লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নিয়োগ করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুর আগে সেটাই ছিল রানির সর্বশেষ প্রধানমন্ত্রী নিয়োগ। ব্রিটেনের নিয়ম অনুযায়ী বর্তমান রাজা তৃতীয় চার্লস নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। এদিকে, বিরোধী রিপাকলিক পার্টি দেশের এই পরিস্থিতিতে নতুন করে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!