- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ২১, ২০২৪
কিয়েভে রুশ বিমান হামলার আশঙ্কা, সতর্কবার্তা মার্কিন প্রশাসনের

যে কোনও মুহূর্তে ইউক্রেনের ওপর বিমান হামলা চালাতে পারে রাশিয়া। এই আশঙ্কায় ইউক্রেনের কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন। বুধবার কিয়েভে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগেই দূরপাল্লার অ্যাটাকমস ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র পেয়েছে ইউক্রেন। কিন্তু আগে কখনও সেই ক্ষেপনাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়নি ওয়াশিংটন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের ১০০০ তম দিনে এই দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার এই অ্যাটাকমস ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মঙ্গলবার প্রথম রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। মূলত ওয়াশিংটনের মদতেই রাশিয়ার ওপর এই রকম হামলা চালিয়েছে ইউক্রেন। এই রকম হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছিল। রাশিয়ার হামলার আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র।
কিয়েভে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে বিমান হামলা চালাতে পারে রাশিয়া। এই ব্যাপারে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তাই সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়া হামলার সতর্কবার্তা পাওয়া মাত্রই ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, ইতালি, স্পেন, গ্রিসও কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে।
এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ডমাইন ব্যবহার করার অনুমতি দিয়েছেন। ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অ্যান্টিপার্সোনেল ল্যান্ডমাইন ব্যবহার করতে পারবে ইউক্রেন সেনারা। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, ‘রাশিয়ার সেনা দ্রুতগতিতে ইউক্রেনের দিকে এগিয়ে আসছে। পায়ে হেঁটে তারা ইউক্রেন দখলের পরিকল্পনা করেছে। রাশিয়ার সেনাদের আটকানোর জন্য এই অ্যান্টিপার্সোনেল ল্যান্ডমাইন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনকে।’ ইতিমধ্যেই দনেৎস্ক এলাকায় ইউক্রেন সেনাকে কোনঠাসা করে ফেলেছে রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র, ল্যান্ডমাইন ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধের দামামা আরও বাজিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী মার্কিন দূতাবাস সাময়িক বন্ধ রাখার নোটিশ প্রত্যাহার করে নেয় মার্কিন প্রশাসন ।
❤ Support Us