- এই মুহূর্তে
- জানুয়ারি ৫, ২০২৩
যোশীমঠে ভূমিধ্বস, নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়ছেন বাসিন্দারা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তরাখণ্ড। বাড়িতে ফাটল ধরায় গৃহত্যাগী হচ্ছেন যোশীমঠ শহরের বহু মানুষ।
উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত যোশীমঠ শহরে থাকা বাড়িগুলোর দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। জেলার বিপর্যয় মোকাবিলার হিসেব অনুযায়ী এই বাড়ির সংখ্যা ৫৮১। অন্তত ৬৬টি পরিবার ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছে। যাতে অন্য কোথাও নিরাপদ কোনো আবাস স্থল পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উল্লম্বভাবে মাটি বসে যাওয়ার কারণে ঘটেছে এই বিপর্যয়।
স্থানীয় সংবাদ সূত্রে জানা যাচ্ছে, মারওয়াড়ি ও সিংধর এলাকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। পুরসভার চেয়ার ম্যান শৈলেন্দ্র পাওয়ার জানাচ্ছেন যে ৩০০০ এর বেশি পরিবার এই ফাটল ধরার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরও বলেন যে বন দপ্তরের চেকপোস্টের কাছে অবস্থিত বদ্রীনাথ জাতীয় সড়ক এবং মারোয়াড়ির জেপি কোম্পানি গেটের কাছে ফাটল প্রতি ঘণ্টায় ক্রমাগত বেড়েই চলেছে। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
যোশীমঠের নগর বোর্ডের প্রধান জানিয়েছেন, মারওয়াড়িতে অন্তত ৯ টি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। সুনীল ওয়ার্ড নামক এলাকার প্রধান সড়কগুলোতে ফাটল ক্রমশ বেড়েই চলেছে । জেলার বিপর্যয় মোকাবিলা দফতর জানাছে এলাকার জেপি কলোনিতে ভূগর্ভস্থ জলস্তর থেকে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। চামোলির জেলা শাসক পরিস্থিতি পর্যালোচনার জন্য যুগ্ম জেলাশাসককে এলাকা পরিদর্শনে পাঠিয়েছেন।
যোশী মঠ নগরের এই ভয়াবহ বিপর্যয়ের খবরে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কল সিং ধামি। তিনি শীঘ্রই এলাকা পরিদর্শনে যাবেন বলে সংবাদ সূত্রে খবর। এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
❤ Support Us