Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৮, ২০২৩

উত্তরাখন্ডের সুড়ঙ্গে আটক শ্রমিকের উদ্ধারে এবার বায়ুসেনা।ইন্দোর থেকে আকাশপথে আসছে সরঞ্জাম

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরাখন্ডের সুড়ঙ্গে আটক শ্রমিকের উদ্ধারে এবার বায়ুসেনা।ইন্দোর থেকে আকাশপথে আসছে সরঞ্জাম

উত্তরাখণ্ডের ধসে পড়া একটি হাইওয়ে সুড়ঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। গতকাল উদ্ধারকারী দল একটি সাময়িক বাধার সম্মুখীন হয়েছিল, তবে তার পর পুনরায় উদ্ধার কাজ শুরু করার জন্য শনিবার দ্বিতীয় আর একটি ড্রিলিং মেশিন পাওয়ার জন্য উদ্ধারকারীরা প্রতীক্ষা করছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতর গত রবিবার সকাল থেকে ৪০ জন সুড়ঙ্গে আটকে রয়েছে বলে জানালেও  এখন সেই সংখ্যাটিকে সংশোধন করে রাজ্যের তরফে জানানো হয়েছে সুড়ঙ্গে আটকে পড়া লোকের সংখ্যা ৪১ জন। তবে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেও বিগত সাত দিনে উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন মানুষের কাছে পৌঁছেতে এখনো পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়েছে বললে অত্যুক্তি হবে না।

এদিকে প্রশাসনিক কর্তৃপক্ষ সমানে আশ্বস্ত করে চলেছে যে সুড়ঙ্গে আটকে পড়া সবাই নিরাপদেই আছে। শুক্রবার, উদ্ধারকারী দলের কর্মীরা জানায় সমস্যার জন্য কাজ বন্ধ হয়ে যায়। তারপর উদ্ধার কর্মীরা ড্রিলিং মেশিনটি পুনরায় চালু করার চেষ্টা করে একটি বড় আকারের কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পান, তখনই তারা উদ্ধার কাজ বন্ধ করে দেয় বলে জাতীয় মহাসড়ক এবং পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন জানিয়েছে ৷

ইতিমধ্যে, উত্তরাখণ্ডে সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারকারী দলের কর্মকর্তারা শুক্রবার ঘোষণা করেছেন যে ভারতীয় বায়ুসেনার একটি সি-১৭ পণ্য পরিবহন বিমান ইন্দোর থেকে দেরাদুনে প্রায় ২২ টন প্রয়োজনীয় সরঞ্জাম এয়ারলিফ্ট করার জন্য পাঠানো হয়েছে।

চব্বিশ ঘন্টা অনবরত প্রচেষ্টার সাথে উদ্ধারকর্মীরা একটি শক্তিশালী মেশিন ব্যবহার করে, শুক্রবার বিকেল নাগাদ সিল্কিয়ারা টানেলের ২৪ মিটার পর্যন্ত ধ্বংসাবশেষ সফলভাবে ড্রিল করতে তারা সক্ষম হয়েছে। এই সাফল্য তাদের অনেক দিন ধরে সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিকদের অনেকটা কাছাকাছি নিয়ে এসেছি।

গত রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সিল্কিয়ারা এবং দান্দলগাঁওকে সংযুক্ত করার জন্য যমুনোত্রী জাতীয় সড়কের নির্মাণাধীন সুড়ঙ্গটি ভেঙে পড়ে। যদিও কর্মকর্তারা বলছেন যে সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা শ্রমিকরা নিরাপদ, ওয়াকি-টকির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং পাইপের মাধ্যমে তাদের কাছে জল, খাদ্য ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ব্যক্তিরা বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের শ্রমিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!