- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৭, ২০২৩
উত্তরকাশীতে বৃষ্টির সতর্কতা, উদ্ধার অভিযান নিয়ে বাড়ছে উদ্বেগ
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা নির্মীয়মাণ সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের প্রচেষ্টা সোমবার ১৫তম দিনে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা অগার মেশিনের অবশিষ্ট লোহার অংশগুলো সোমবার সরিয়ে ফেলা হয়েছে। আটকে পড়া শ্রমিকদের জন্য সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পথ প্রস্তুত করতে এখন সুড়ঙ্গে ম্যানুয়াল ড্রিলিং শুরু হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের পালানোর পথ তৈরি করতে ভার্টিক্যাল ড্রিলিংও করা হচ্ছে। রবিবার নতুন পদ্ধতি অবলম্বনের প্রথম দিনে উদ্ধারকারীরা প্রায় ২০ মিটার ড্রিল করতে পেরেছে। সুড়ঙ্গে পৌঁছতে তাদের আরও ৮৬ মিটার ড্রিল করতে হবে। সোমবার সকাল থেকে মোট ৩৭ মিটার পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছে। বড় কোনও বিপদ না হলে বৃহস্পতিবারের মধ্যেই সেই পথ অতিক্রম করা সম্ভব বলে আশাবাদী কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা এবং উত্তরাখণ্ডের মুখ্য সচিব এসএস সান্ধু উদ্ধার প্রচেষ্টার খবর নিতে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ভিতরে গিয়েছিলেন। তাঁরা এখন বেরিয়ে এসেছেন।
উত্তরকাশী সুড়ঙ্গে উদ্ধারকাজ পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে এবং ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলদিয়াল সিল্কিয়ারা পৌঁছন। ভারতের আবহাওয়া দফতর উত্তরকাশীর কিছু এলাকায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে এবং কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে। এর মধ্যে উদ্ধার অভিযান নিয়ে চিন্তায় উদ্ধারকারীরা।
❤ Support Us