- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২২, ২০২৩
তিন নম্বরে বিরাট কোহলি, ২৮ ধাপ উঠে এলেন বিশ্বকাপ ফাইনালের নায়ক
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ১১ ম্যাচে রান ৭৬৫, গড় ৯৫.৬২। সেঞ্চুরি ৩টি, হাফ সেঞ্চুরি ৭টি। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও তাঁকে ছাড়া বিশ্বকাপের সেরা ক্রিকেটার অন্য কাউকে বেছে নেওয়া সম্ভব ছিল না জুরিদের। তাঁর এই দুরন্ত পারফরমেন্সই আইসিস–র ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে তুলে নিয়ে এল বিরাট কোহলিকে। শুভমান গিল অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে চমকপ্রদ উত্থান ট্রাভিস হেডের। ২৮ ধাপ উঠে এসেছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক।
একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় ৪ নম্বরে ছিলেন বিরাট কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১১৭। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ৫৪। এই দুটি পারফরমেন্সই কোহলিকে এক ধাপ এগিয়ে দিয়েছে। কোহলির বর্তমান রেটিং পয়েন্ট ৭৯১। শীর্ষে থাকা শুভমান গিলের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের পার্থক্য ৩৫। ৮২৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শুভমান গিল। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১২৫৮ দিন র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন কোহলি। তারপর খারাপ পারফরমেন্সের জন্য সিংহাসনচ্যুত হন। আবার শীর্ষস্থান দখলের দিকে এগোচ্ছেন।
র্যাঙ্কিংয়ে প্রথম চারটি স্থানের মধ্যে তিনটি স্থানই ভারতীয়দের দখলে। শুভমান গিলের পর ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম। চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭৬৯। এক ধাপ এগিয়েছেন তিনি। ৭৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন কুইন্টন ডিকক। সেমিফাইনাল ও ফাইনালে দুরন্ত ব্যাটিং করে ২৮ ধাপ উঠে এসেছেন ট্রাভিস হেড। তিনি রয়েছেন ১৫ নম্বরে।
বোলারদের তালিকাতেও শীর্ষস্থানে বদল ঘটেনি। একনম্বর জায়গা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৪১। সেমিফাইনাল ও ফাইনালে ভাল বোলিং করে চার ধাপ উঠে এসেছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার জশ হ্যাজেলউড। তিনি রয়েছেন ২ নম্বরে। ভারতের দুই জোরে বোলার মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা রয়েছেন যথাক্রমে তিন ও চার নম্বরে। মিচেল স্টার্ক আট ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। সাত ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি রয়েছেন আছেন ২৭ নম্বরে। ৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।
❤ Support Us