Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২১, ২০২৫

সর্বসাধারণের জন্য বিশ্বভারতীর রুদ্ধ দুয়ার খুলছে

আরম্ভ ওয়েব ডেস্ক
সর্বসাধারণের জন্য বিশ্বভারতীর রুদ্ধ দুয়ার খুলছে

জনসাধারণের জন্য খুলছে বিশ্বভারতী । দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞার অবসান অবশেষে । শুক্রবার ওয়ার্ল্ড হেরিটেজ এবং ট্যুরিজম কনফারেন্স থেকে এই ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয়ের নতুন স্থায়ী উপাচার্য প্রবীর কুমার ঘোষ ।

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে রবীন্দ্রনাথের তৈরি এই শিক্ষাঙ্গন । ২০১৯ থেকে শিক্ষার এই মুক্ত প্রাঙ্গনে সাধারণ পর্যটকের প্রবেশে বসেছিল নিষেধাজ্ঞা । এরপর আশ্রমিক, স্থানীয় মানুষ, পর্যটকরা বহুবার সেই আদেশ প্রত্যাহারের আর্জি জানালেও তা গৃহীত হয়নি । বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং পরবর্তী সময়ে দুই অস্থায়ী উপাচার্য, নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে বাইরের মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি । এতদিন পর্যটকরা শুধু বিশ্বভারতী মিউজিয়াম দেখতে পারতেন টিকিট কেটে ।

এবার সেই পাঁচ বছরের অচলায়তন ভেঙে খুলে গেল বিশ্বভারতীর দরজা । এপ্রসঙ্গে শিক্ষাঙ্গনের নতুন উপাচার্য, অধ্যাপক এবং বিজ্ঞানী প্রবীর কুমার ঘোষ বলেছেন, হেরিটেজ এবং পর্যটনকে একসঙ্গে যোগ করতে হবে । অতীত ঘেটে আর লাভ নেই । পর্যটনের পাশপাশি নিরপাত্তার দিকটিও সুনিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হবে । এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবে বলে জানানো হয়েছে । উপাচার্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই বিশ্বভারতীর দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আশ্রম প্রঙ্গনের দরজা সবার জন্য খুলে যাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা এবং পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!