- দে । শ
- জানুয়ারি ১২, ২০২৩
সল্টলেকের ঝুপড়ি বাজারে আগুন।গুরুতর জখম ১

বিধান নগরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আহত হয়েছেন ১ জন। বাজারের দোকান থেকেই আগুন লেগেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
#WATCH | West Bengal: Massive fire breaks out in Jhupri Market, Kolkata; police and fire tenders are present on the spot. pic.twitter.com/E2LutX7CP1
— ANI (@ANI) January 12, 2023
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এদিন সল্টলেক অঞ্চলের ঝুপড়ি বাজারে হঠাৎ আগুন লেগে যায়। সূত্রের খবর, বাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে, সেখান থেকে আগুন ক্রমশ অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। দমকলের ১২টি গাড়ি সময় মত আসায় আগুনকে অনেকটাই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ১ জন এই অগ্নিকান্ডে গুরুতরভাবে জখম হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনো হতাহত না হলেও বাজারের অনেকাংশই পুড়ে নষ্ট হয়ে গেছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে মাননীয় বিধায়ক ও রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু তাড়াতাড়ি চলে যান। উপস্থিত হন বিধান নগর এলাকার পুলিশ কমিশনারেটের প্রধান গৌরব শর্মাও। বিধায়ক কে সামনে পেয়ে এলাকার বাসিন্দারা তাঁদের অভিযোগ অসন্তোষের কথা জানাতে থাকেন। তারা বলেন যে বাজারের ঐ দোকানে বহুদিন ধরে দাহ্য পদার্থ রাখা হচ্ছিল। যা থেকেই হয়েছে এই বিপত্তি। দমকল মন্ত্রী বাসিন্দাদের সমস্ত কথা শুনে এই অগ্নিকান্ডের কারণে যাদের দোকান ক্ষতিগ্রস্ত হল তাদের ক্ষতিপূরণের ব্যাপারটি প্রশাসন বিচার বিবেচনা করে দেখবেন বলে জানান। কমিশনারও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন এলাকাবাসীদের। তদন্তের পরই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব বলে জানান তিনি।
যদিও বাজার এলাকা থেকে দমকলের ইঞ্জিনগুলোকে এখনও সরানো হয়নি। যেহেতু আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল তাই দমকল কর্মীরা সেই সেই গোপন স্থানকে চিহ্নিতকরণের চেষ্টা করছেন , যেখানে আগুন এখন নেভেনি। পরিস্থিতি যে রকম তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে অনুমান দমকল কর্মীদের।
❤ Support Us